পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন প্রকল্প হাতে নেবেন কর্কট রাশির জাতক-জাতিকারা, আপনার কপালে কী? - Horoscope in Bangla - HOROSCOPE IN BANGLA

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 5:30 AM IST

মেষ: আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে বেশ উত্তেজিত। কর্মক্ষেত্রে, আপনি অন্যদের নিজের দলে যোগ দেওয়ার বিষয়ে লোকজনকে প্রভাবিত করতে পারবেন। তবে, যেকোনও কাজ করার আগে আপনাকে সতর্ক ও চিন্তাভাবনা করে কারার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যেতে পারে ৷ এর দায় আপনাকেই বহন করতে হবে।

বৃষ:পারিবারিক সমস্যায় আজ আপনি ব্যস্ত থাকবেন। আপনার পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আপনার কর্মশক্তি ও উৎসাহের কারণে আংশিক প্রত্যাশিত ফল পাবেন।

মিথুন: আজ আপনি এক দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন। সেইসঙ্গে সারাদিন আনন্দ ও উৎসাহে কাটবে। বিকালে অপছন্দের মানুষজনকে সফলভাবে এড়িয়ে যেতে পারবেন। সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ।

কর্কট:আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন। যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন। কোনও বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক হলে কোনও ক্ষতি নেই।

সিংহ: নতুন প্রকল্প হাতে নেওয়া ও নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য এটা সঠিক সময়। আপনার ব্যবসায়িক সামর্থ এবার বাড়বে। বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে আপনাকে ৷ তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখে।

কন্যা: ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন। অনেক দূর থেকে, এমনকি বিদেশ থেকেও সুখবর পেতে পারেন। আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে। আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তমুক্ত থাকবে।

তুলা: আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী। আজ কাজের জায়গায় আপনি একটু বেশি সাবধান থাকবেন ৷ তবে সেটা আপনাকে আগলেই রাখবে। আজ দিনটাই এমন যখন আপনি কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা বেশি করবেন ৷

বৃশ্চিক: আজ দিনটা প্রেমে ভরে থাকবে। তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে। তবে, প্রেমের সম্পর্কে আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশি থাকবে। দুঃখ না পেয়ে লুকিয়ে থাকা সমস্যার সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন।

ধনু:সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ এক লাভজনক ও ফলদায়ক দিন। দিনের শেষে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে ঋণের অনুমোদন পাওয়া যেতে পারে। সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

মকর: কাজের চাপ ক্রমশ বাড়ছে ৷ আর এটা আপনার পক্ষে সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে । সময়সীমা মধ্যে কোনও কাজ শেষ করতে পারছেন না ৷ প্রচুর কাজ বাকি থেকে গিয়েছে। তবে এগুলির কোনওটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ৷ আপনি সফল হবেন । আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন, সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথ বেছে নেবেন।

কুম্ভ: মাঝেমাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না ৷ আর শেষ পর্যন্ত হতাশা গ্রাস করে ৷ আজ এমনই একটি প্রতিকূল দিন ৷ আগে থেকেই সেই দিনের জন্য প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন।

মীন:প্রতিদিনের বিরক্তিকর কাজ নিয়ে অপেক্ষা করছে আজ ৷ আজ দিনটি গতানুগতিক ৷ আজ কাজে উৎসাহ পাবেন না। বিকালের পরে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন ৷ অনেক বেশী ইতিবাচক মনোভাব ফিরে পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details