মেষ: আপনি যাই করবেন, আপনার উদ্যম তাতেই এক নতুন মাত্রা যোগ করবে। কাজের প্রতি আপনার একাগ্রতা, আপনার বিশেষত্ব। আপনি সকল সমস্যার চটজলদি ও কার্যকর সমাধান খুঁজে বার করতে পারবেন ৷ প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে সক্ষম হবেন। সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে আপনি আরও বেশি দায়িত্বশীল হবেন। নক্ষত্রদের অবস্থানের কারণে আজ আপনি অস্থির থাকবেন। আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ না ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে আটকাতে হবে।
বৃষ: আজ আপনি সব কাজেই মনপ্রাণ ঢেলে দেবেন। তাও ফলাফল খুব একটা ভালো হবে না। সেই নিয়ে বিব্রত হবেন না। সারাদিন ধরে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। মোটের উপর আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। কিন্তু গ্রহের অবস্থানের কারণে আপনার আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে। তার ফলে অফিস ও বাড়িতে নিয়মমাফিক কাজগুলি করার সময় আপনি ছোটোখাটো কিছু বাধার মুখোমুখি হতে পারেন।
মিথুন:আজ আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিচারবুদ্ধিকে প্রভাবিত করবে। এরকম করবেন না, তাহলে হয়ত আপনি কোনও মূল্যবান বন্ধু হারাতে পারেন । স্বাস্থ্য সম্বন্ধে কোনও পরিকল্পনা করতে পারেন ৷ নিয়মিত শরীরচর্চা করুন। আর্থিক দিক থেকে আজ দিনটি গড়পড়তা কাটবে । এই একঘেয়ে দিনে আপনাকে কোনওরকম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে ৷ কেননা সেগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। কার্যকর ভাবে প্রয়োগ করলে আপনার সৃজনী ভাবনাগুলি প্রশংসা পেতে পারেন।
কর্কট:আজ আপনি তথাকথিত সামাজিক ও আর্থিক পদমর্যাদা জাহির করতে চাইবেন। আপনার সাফল্য নিয়ে আপনার যে বড়াই, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আপনাকে হয়ত যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে। ব্যক্তিগত ক্ষেত্রে, মোড়টি ইতিবাচক দিকে ঘুরবে ৷ আপনার ও প্রিয়তমের মধ্যে যদি কোনও মন কষাকষি হয়ে থাকে তা ঠিক হয়ে যাবে। আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন ৷ আরও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন।
সিংহ: আপনি আজ বিলাসবহুল ও আড়ম্বর পূর্ণ জীবন যাপন করতে চাইবেন ৷ ভাগ্য আপনার সহায় না থাকলে আপনার ব্যবসায়িক পুঁজিপতি হয়ে উঠতে পারবেন না। মহাজাগতিক অবস্থান অনুকূলে থাকায় আপনার জন্য এমন একটি সুন্দর দিন অপেক্ষা করছে ৷ যেখানে আপনার ব্যবসায়িক প্রস্তাবনাগুলি থেকে চোখ ফেরানো যাবে না। আজ আপনার রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ কোন ব্যাপারে হাল ছেড়ে দেবেন না।
কন্যা: আজ আপনার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নাও থাকতে পারে । আপনার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য চড়া দাম দিতে হতে পারে ৷ সন্ধ্যার দিকে হয়ত স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন। বড় ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে দিনটি বেশ ভালোভাবেই শেষ হবে। আপনি যতই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন না কেন, আজ গ্রহের অবস্থানের কারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই নিয়ে অনুশোচনা করবেন না ৷ কেননা এই পর্যায়টি সাময়িক।