পশ্চিমবঙ্গ

west bengal

মায়ের পাশ থেকে আড়াই বছরের মেয়েকে টেনে নিয়ে গেল নেকড়ে - Bahraich Wolf Attack

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 2:07 PM IST

Wolf killed child in Bahraich: বাহরাইচে ফের নেকড়ের হামলা ৷ মায়ের পাশ থেকে বাচ্চাকে তুলে নিয়ে খুবলে খেল নেকড়ে ৷ একই রাতে 60 বছরের বৃদ্ধার পায়ে কামড় বসাল নেকড়ে ৷

Wolf killed child in Bahraich
যোগীরাজ্যে ফের নেকড়ে আতঙ্ক (প্রতীকী ছবি)

বাহরাইচ(উত্তরপ্রদেশ), 2 সেপ্টেম্বর:ফের নেকড়ের বলি উত্তরপ্রদেশে ! মায়ের সঙ্গে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল আড়াই বছরের অঞ্জলি ৷ রাতের অন্ধকারে ঘরের ভিতরে ঢুকে তাকে টেনে নিয়ে গেল নেকড়ে ৷ দু'হাত কামড়ে খাওয়ার পর আবার শিশুটিকে ফেলে চলে যায় ৷ চোখের সামনে কোলের শিশুর নিথর দেহ দেখে সজ্ঞাহীন হয়ে পড়েন মা ৷ বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে বাহরাইচের হারদি এলাকায় ৷

অঞ্জলির মায়ের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ লাঠিসোঁটা নিয়ে ছোট মেয়েটিকে খুঁজতে থাকে তাঁরা ৷ অবশেষে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাচ্চার রক্তাক্ত দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ৷ তবে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে গিয়েও খান্ত হয়নি মানুষ খেকো সেই নেকড়ে ৷ অঞ্জলির বাড়ি থেকে কয়েক হাত দূরে 60 বছরের এক বৃদ্ধর উপর হামলা করে সে ৷ ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা ৷

সোমবার নিজের বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন তিনি ৷ সেই সময় চুপিসারে নেকড়ে এসে তাঁর পা ধরে টানতে থাকে ৷ কমলা দেবীর চিৎকার শুনে ছুটে আসে তাঁর পরিবারের লোকজন ৷ পালিয়ে যায় নেকড়ে ৷ তবে নেকড়ে আক্রমণে তাঁর পায়ে গভীর ক্ষত হয় ৷ গ্রামবাসী তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ৷ পরে সেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয় ৷ উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে তাণ্ডব চালাচ্ছে নেকড়ে ৷ রবিবার মাইকু পুরওয়া গ্রামের বাসিন্দা কাল্লু লাল জৈন নামে 55 বছরের এক ব্যক্তির উপর নেকড়ের হামলা হয় ৷ কয়েকদিন আগে নেকড়ের হামলায় গুরুতর আহত হয় 7 বছরের এক কিশোর ৷ বর্তমানে সে মহসি হাসপাতালে চিকিৎসাধীন ৷

নেকড়ের ভয়ে তটস্থ উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার 35টি গ্রাম ৷ মানুষ সারারাত ঘুমোতে পারছেন না । নেকড়কে ধরার জন্য বন দফতর বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে ৷ গত মাসের শেষে একটি নেকড়ে ধরা পড়েছে ৷ তবুও নেকড়ের আক্রমণ বন্ধ হয়নি ৷ এখনও পর্যন্ত বাহরাইচ ও সীতাপুর জেলা মিলিয়ে এখনও পর্যন্ত নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আহতের সংখ্যা প্রায় 50 ৷ নেকড়ের হামলার জন্য জঙ্গলে বন্যাকে দায়ী করেছেন স্থানীয় বন দফতরের কর্মকর্তারা ৷ দিল্লি চিড়িয়াখানার এক সিনিয়র অফিসার সৌরভ বশিষ্ঠ জানান, নেকড়েরা মানুষকে আক্রমণ করে যখন তারা হুমকি বোধ করে বা খাবারের জন্য ছোট প্রাণী শিকার করতে পারে না।

ABOUT THE AUTHOR

...view details