চুরু(রাজস্থান), 2 মে: বি-এড ছাত্রীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ ৷ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করল মৃতের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরুতে ৷ জানা গিয়েছে, 30 এপ্রিল এক যুবক ও এক তরুণীকে হাসপাতালে ভরতি করা হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখান থেকে দু'জনকেই বিকানেরে রেফার করা হয় ৷ সেখানেই তরুণীর মৃত্যু হয়। এদিকে এখনও বিকানেরেই যুবকের চিকিৎসা চলছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, যুবক-সহ তিনজন নির্যাতিতাকে গণধর্ষণ করেছে ৷ তারপর তাঁকে হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ানো হয় ।
ডিএসপি অনিল কুমার মহেশ্বরী জানান, নিহতের কাকা মামলা দায়ের করেছেন । তিনি জানান, তাঁর 18 বছর বয়সি ভাইজি বিএডের ছাত্রী ছিলেন । পড়াশুনার জন্য তিনি প্রতিদিন শহরে আসতেন। এমনকী 30 এপ্রিলও তিনি পড়াশোনার জন্য শহরে এসেছিলেন । তাঁকে জখম অবস্থায় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। খবর পেয়ে সরকারি হাসপাতালে পৌঁছলে তাঁরা জানতে পারেন ভাইঝির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, যুবক নিজে বিষ খেয়েছে নাকি তাকেও কেউ বিষ খাইয়েছে তা এখনও স্পষ্ট নয় । ওই যুবকের চিকিৎসা চলছে। তদন্তের সাপেক্ষে কিছু বলা যাবে ।