পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমের কয়লা খনি দুর্ঘটনা, 72 ঘণ্টা পর উদ্ধার এক শ্রমিকের দেহ - ASSAM COAL MINE RESCUE

অসমের ডিমা হাসাওয়ের গভীর কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে ৷ আটকে পড়া 9 শ্রমিকের মধ্যে বুধবার একজনের দেহ উদ্ধার করা হয়েছে ৷

ASSAM COAL MINE TRAGEDY
ডিমা হাসাওয়ে উদ্ধারকাজে ব্যস্ত এনডিআরএফ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 12:20 PM IST

ডিমা হাসাও (অসম), 8 জানুয়ারি: বন্যার জল ঢুকে ভাসিয়ে নিয়ে গিয়েছে শ্রমিকদের ৷ অসমের ডিমা হাসাওয়ের গভীর কয়লা খনিতে দমবদ্ধ অবস্থায় কেটে গিয়েছে 72 ঘণ্টা ৷ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও সেনার দল ৷ আটকে পড়া 9 শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন এনডিআরএফ-এর এক আধিকারিক ৷

শ্রমিকের দেহ উদ্ধার হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ মৃত শ্রমিকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, "একজন শ্রমিকের দেহ উদ্ধার করেছেন 21 প্যারা মিলিটারির ডুবুরিরা ৷"

অবশ্য, এই ভয়ানক পরিস্থিতিতে হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ বাকি 8 জন শ্রমিকের খোঁজে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে এসডিআরএফ, নৌসেনা, এনডিআরএফ ও সেনার দল ৷ যদিও বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন এনডিআরএফ এক আধিকারিক ৷

এনডিআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট এন তিওয়ারি জানান, খনির ভিতরে জল থাকার কারণে মঙ্গলবার সন্ধ্যায় একপ্রকার বাধ্য হয়ে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয় ৷ তবে বুধবার সকাল থেকে তড়িতের গতিতে ফের শুরু হয় কাজ ৷ তিনি বলেন, "যত দ্রুত সম্ভব আমাদের উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন ৷" এনডিআরএফ শীর্ষ আধিকারিক আরও বলেন, "শ্রমিকদের উদ্ধারের জন্য সেনা ও এনডিআরএফ-এর যৌথবাহিনী মরিয়া চেষ্টা চালাচ্ছে ৷ সাহায্যের প্রয়োজন বুঝে নৌসেনা বাহিনীর জওয়ানদেরও ডেকে পাঠানো হয় ৷ এদিন সকাল থেকে তাঁরাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন ৷"

উমরাংসো থানা এলাকার 3 কিলো এলাকার ওই কয়লা খনির এক শ্রমিক ভয়াবহ সেই ঘটনার বিবরণ দেন ৷ তিনি বলেন, "ঘটনার সময় খনিতে বহু শ্রমিক কাজ করছিলেন ৷ আচমকা জল ঢুকে পড়ায় সকলে চিৎকার করতে শুরু করেন ৷ কমপক্ষে 30-35 জন উপরে উঠে আসতে পারলেও খনির মধ্যে অন্তত 15-16 জন শ্রমিক আটকে পড়েন ৷"

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যে উমরাংসো থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবৈধভাবে খনিতে উত্তোলনের কাজ চলছিল ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুনিশ নুনিসা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি, দুর্ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিশান রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

পড়ুন:নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে 126

ABOUT THE AUTHOR

...view details