নয়াদিল্লি, 30 ডিসেম্বর:বিধানসভা নির্বাচনে আপ জিতলে দিল্লির মন্দির এবং গুরুদ্বারগুলির পুরোহিতদের মাসে 18000 টাকা সাম্মানিক দেওয়া হবে। ভোটের মুখে সোমবার এমনই ঘোষণা করলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আম আদমি পার্টি (আপ) ততই নতুন নতুন প্রকল্প সামনে আনছে ৷ এর আগে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা চালুর ঘোষণা করেছিল আপ। এবার 'পূজারি-গ্রন্থি সমাজ সম্মান যোজনা'র ঘোষণা হল
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই প্রথম কোনও সরকার পুরোহিত এবং গ্রন্থিদের জন্য এই জাতীয় প্রকল্প ঘোষণা করেছে। তিনি বলেন, "পুরোহিত-গ্রন্থিরা সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁরা প্রজন্মের প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যান। কিন্তু আমরা কখনওই তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দিইনি। এই প্রকল্পের উদ্দেশ্য হল সমাজের প্রতি তাঁদের অবদানকে সম্মান জানানো।"
আপ ক্ষমতায় ফিরলে এই প্রকল্প চালু হবে। তবে প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই। অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, তিনি কনট প্লেসের হনুমান মন্দিরে পুরোহিতদের রেজিস্ট্রেশন করতে যাবেন। এরপরে, আম আদমি পার্টির বিধায়ক, প্রার্থী এবং কর্মীরা সমস্ত মন্দির এবং গুরুদ্বারে গিয়ে এই নাম-নিবন্ধন প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবেন।