নয়াদিল্লি, 21 মার্চ:গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছয় ইডি'র 6 সদস্যের একটি দল ৷ ঘণ্টাদু'য়েক জিজ্ঞাসাবাদের পর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে ৷ এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে ৷
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কেজরিওয়ালের বাসভবন এলাকা ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷ কেজরিওয়াল গ্রেফতারি হতেই আপ নেত্রী অতীশি জানান, দিল্লিতে মুখ্যমন্ত্রী বদল হচ্ছে না ৷ জেলে বসেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল ৷
এর আগে সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা ৷ মূলত দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছন বলে জানা গিয়েছে ৷ ইডি সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ৷ এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে পিএমএলএ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে নয়বার ইডি-র সমন এড়িয়েছেন কেজরিওয়াল ৷ আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি ৷