মেরঠ, 6 নভেম্বর:চার ঘণ্টা গাড়িতে আটকে থাকার পর শ্বাসরোধে মৃত্যু হল তিন বছরের মেয়ের ৷ পরিবারের অভিযোগ, সেনাবাহিনীতে কর্মরত (ল্যান্স নায়েক) নরেশ কৌশিক তাঁদের মেয়েকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল । এরপর মেয়েটিকে গাড়িতে লক করে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যান তিনি । মেয়েটি যে গাড়িতে বন্ধ, সে বিষয়টিকে পাত্তা দেননি নরেশ কৌশিক ।
প্রায় চার ঘণ্টা পরে ফিরে আসেন তিনি ৷ কিন্তু, ততক্ষণে মেয়েটি মারা যায় । মৃতের নাম বর্তিকা ৷ তার বাবা সোমবীরও সেনাবাহিনীতে কাজ করেন । বর্তিকা ছিল তাঁর একমাত্র সন্তান । এই ঘটনায় শিশুটির অভিভাবক ওই সেনাকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক হত্যার অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
হরিয়ানার জীন্দ জেলার নিদানি গ্রামের বাসিন্দা সোমবীর পুনিয়া সেনাবাহিনীতে কর্মরত । মেরঠ ক্যান্টনমেন্টে তাঁর পোস্টিং । মঙ্গলবার তিনি কাঁকরখেদা থানায় পৌঁছন । অভিযোগে জানান, পরিবারে স্ত্রী ছাড়াও তিন বছরের মেয়ে বর্তিকা রয়েছে । তিনি থাকেন রাজেশ এনক্লেভ, আর্মি কলোনি, কাঁকরখেদাতে । ল্যান্স নায়েক নরেশ কৌশিকও তাঁর কোয়ার্টারে থাকেন ৷ তিনিও মেরঠ ক্যান্টনমেন্টে কর্মরত ।
ঘটনার বিবরণ :
30 অক্টোবর তাঁর মেয়ে বর্তিকা বাড়ির বাইরে খেলছিল । সকাল 10টা 15 নাগাদ নরেশ তাকে সঙ্গে গাড়িতে করে নিয়ে যায় । মেয়েটিকে নিয়ে রোহতা রোডে যান নরেশ । তিনি মদ্যপানে আসক্ত বলে অভিযোগ । বর্তিকাকে গাড়িতে লক করে একটি বারে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন নরেশ । ভুলেই গিয়েছেন গাড়িতে মেয়েটিকে বন্ধ করে এসেছেন ৷ দুপুর 2টো পর্যন্ত মেয়েটির প্রতি কোনও খেয়ালই ছিল না তাঁর ৷ এদিকে শ্বাসরোধ হয়ে মেয়েটির অবস্থার অবনতি হয় ।