পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যে 1300 কোম্পানি নির্বাচনী বন্ডে অনুদান দিয়েছে, তারা সবাই চোর ? বিরোধীদের কটাক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণমের

Acharya Pramod Krishnam slams Opposition over Electoral Bond: যে 1300টি কোম্পানি নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়েছে, তারা সবাই কি চোর ? রাহুল গান্ধিকে বিঁধে এই প্রশ্নই ছুড়ে দিলেন আচার্য প্রমোদ কৃষ্ণম ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 10:20 AM IST

সম্বল (উত্তরপ্রদেশ) 17 মার্চ: বিরোধীরা যখন নির্বাচনী বন্ডের তথ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে প্রকাশ করার দাবিতে সরব, তখন এ বিষয়ে কেন্দ্রের পাশা দাঁড়ালেন বহিষ্কৃত কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম ৷ বিরোধীদের উদ্দেশে কটাক্ষের সুরে তিনি বলেছেন, 1,300টি সংস্থা যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে তাদের সবাইকে কি 'চোর' বলছে বিরোধীরা ?

শনিবার সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, 'দল-বিরোধী কার্যকলাপের' জন্য কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া নেতা আচার্য কৃষ্ণম বলেন, "বিশ্বজুড়ে সমস্ত রাজনৈতিক দল অনুদান পায় । তারা (বিরোধীরা) কি বলতে চাইছে যে, নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক অনুদান দেওয়া 1,300টি কোম্পানি, যাদের টাকা দেশ গড়ার কাজে লেগেছে, তারা কি চোর ? তারা কি ডাকাত ? তারা যে টাকা দিয়েছে তা এখন রেকর্ডে আছে । তা পাবলিক ডোমেইনে আছে। তাদের অবদানের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে । এমন প্রশ্নের কারণে বিরোধীদের নোংরা মানসিকতা প্রকাশ পায় ।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছিলেন যে বিজেপি নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে "বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি" চালাচ্ছে ৷ বহিষ্কৃত নেতা রাহুলের সেই মন্তব্যে তীব্র নিন্দা করে বলেন, "বিরোধীদের সবাই রাহুলজির ভাষায় কথা বলতে শুরু করেছে । এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ।"

বিরোধীরা নির্বাচনী বন্ড প্রকল্প চালু করার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ আচার্য কৃষ্ণম । তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদির অভিপ্রায় গঙ্গোত্রীর জলের মতোই স্বচ্ছ । বিরোধীরা তাতে দাগ দিতে চায় । যারা 70 বছর ধরে দেশকে লুট করেছে, তারা এখন অনুদান নিয়ে প্রশ্ন তুলছে । প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা ঠিক নয় ।"

শুক্রবার 'ভারত জোড় ন্যায় যাত্রা'-র ফাঁকে একটি সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেছিলেন যে ইডি এবং সিবিআই আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, বরং বিরোধী নেতাদের লক্ষ্য করার জন্য বিজেপি এবং আরএসএসের হাতের অস্ত্র । নির্বাচন কমিশন বৃহস্পতিবার বলেছে যে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচনী বন্ডের ডেটা আপলোড করেছে কমিশনের ওয়েবসাইটেই ৷"

আরও পড়ুন:

  1. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details