পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির সঙ্গে দেখা চন্দ্রবাবুর, কথা উন্নয়ন নিয়ে - CHANDRABABU MEETS MODI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রাজ্যের উন্নয়ন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত চর্চা হয়েছে বলে সূত্রের খবর ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 11:03 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রাজ্যের উন্নয়ন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত চর্চা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় আধঘণ্টা ধরে চলা বৈঠকে উঠে এসেছে একাধিক ইস্যু। বৈঠকে এই দু'জন ছাড়া বিজেপি এবং টিডিপি'রও বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

দিল্লি সফরে এসেছেন চন্দ্রবাবু । প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন । প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে বিভিন্ন শরিক দলের নেতার সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি । সেই বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনে যান টিডিপি প্রধান।

এই বৈঠকের চন্দ্রবাবুর সঙ্গে গিয়েছিলেন তাঁর দলের দুই কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু এবং চন্দ্রশেখর পেম্মাসানি। ছিলেন এক সাংসদও । এর পাশাপাশি রাজ্যর বিজেপি সাংসদ এবং ভারীশিল্প মন্ত্রী বি রাজু শ্রীনিবাসও বৈঠকে হাজির ছিলেন বলে জানা গিয়েছে । এর আগে এদিন রেল তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন চন্দ্রবাবু । রেল নিয়ে রাজ্যের বক্তব্য তুলে ধরেন তিনি। পাশাপাশি তথ্য-প্রযুক্তি ক্ষেত্র নিয়েও চর্চা হয়েছে বলে খবর।

কয়েকদিন আগে চন্দ্রবাবুকে নিয়ে সোশাল মিডিয়ায় বিকৃত ছবি পোস্ট করে বিতর্কে জড়ান বলিউডের নামী পরিচালক রাম গোপাল ভার্মা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেছেন তিনি। শুধু অভিযোগ ওঠা নয়, মানহানির মামলায় তাঁকে ওঙ্গোল গ্রামীণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হয়েছিল ৷ কিন্তু রাম গোপাল ভার্মা দ্বিতীয়বার প্রকাশম জেলার ওঙ্গোল গ্রামীণ থানায় হাজিরা দেননি । আর তা নিয়েই বিতর্ক তৈরি হয়।

ABOUT THE AUTHOR

...view details