গুয়াহাটি, 20 জানুয়ারি: বাংলাদেশের সঙ্গে সীমান্ত যেভাবে রক্ষা করা হয়, সেভাবেই এবার থেকে মায়ানমার সীমান্ত রক্ষা করা হবে বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার মায়ানমার সীমান্তে মানুষের অবাধ চলাচল বন্ধ করবে ৷
অসমে পাঁচটি নবগঠিত পুলিশ কমান্ডো ব্যাটালিয়নের প্রথম ব্যাচের পাসিং আউট কুচকাওয়াজে এ দিন ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘কেন্দ্র মায়ানমারের সঙ্গে অবাধ যাতায়াতের সুবিধার বিষয়টি পুনর্বিবেচনা করছে ৷ বাংলাদেশ সীমান্তের মতো ভারত-মায়ানমার সীমান্ত রক্ষা করা হবে ৷ ... ভারত সরকার মায়ানমারের সঙ্গে অবাধ চলাচল বন্ধ করবে ।"
উল্লেখ্য, মণিপুরে হিংসার ঘটনার সময় বারবারই মায়ানমার প্রসঙ্গ উঠে এসেছে ৷ সেখানকার দুষ্কৃতীরা এখানে এসে হিংসায় মদত দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে একাধিকবার ৷ মায়ানমার ও ভারতের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অবাধ চলাচলের অনুমতি দেওয়া হয় ৷ সেই সুযোগেই দুষ্কৃতীরা এপারে এসে গোলমাল পাকাচ্ছে বলে অভিযোগ উঠছিল ৷ সেই প্রেক্ষিতে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ ৷