নয়াদিল্লি, 1 জানুয়ারি:ইংরেজি নতুন বছরে 'নিউ ইয়ার সেল' দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ অন্তর্দেশীয় বিমানে নূন্যতম ভাড়া 1,599 টাকা থেকে শুরু। অফার পেতে 5 জানুয়ারি, 2025 এর মধ্যে টিকিট বুকিং করতে হবে ৷ অফারের টিকিটে যাতাযতের সময়সীমা চলতি বছরের 8 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর ৷
এখানেই শেষ নয় ৷ এয়ারলাইন্সের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করা যাত্রীদের আরও সুবিধা দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ এক্সপ্রেস লাইট ভাড়া শুরু হচ্ছে 1,448 টাকা থেকে ৷ শুধু তাই নয়, এক্ষেত্রে কোনও কনভিনিয়েন্স ফি লাগবে না ৷ কোনও অতিরিক্ত খরচ ছাড়াই 3 কেজি কেবিন লাগেজ প্রি-বুক করা যাবে ৷ এছাড়াও চেক-ইন ব্যাগেজের হারও কমানো হয়েছে ৷ অন্তর্দেশীয় বিমানে অতিরিক্ত 15 কেজির জন্য খরচ হবে 1 হাজার টাকা এবং আন্তর্জাতিক বিমানে 1,300 টাকায় মিলবে 20 কেজি ব্যাগেজ নেওয়ার সুযোগ।
লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা বিজনেস ক্লাসের সমতুল্য এক্সপ্রেস বিজ ভাড়া, অগ্রাধিকার বোর্ডিং, আসন নির্বাচন এবং প্রি-অর্ডার করা খাবারের উপর 25% ছাড় পেতে পারেন। এয়ারলাইনটি বিজ সিট আপগ্রেডের উপর 50% ডিসকাউন্ট ঘোষণা করেছে সংস্থা ৷ তবে এটি বোয়িং 737-8 বিমানে উপলব্ধ। এই অফারগুলি ছাড়াও ছাত্র, প্রবীণ নাগরিক, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সশস্ত্র বাহিনীর কর্মী ও তাঁদের পরিবারের জন্য ভাড়ায় ছাড় দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷