তিরুচিরাপল্লি, 11 অক্টোবর:এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি । তার জেরে তিরুচিরাপল্লি থেকে শারজা যাওয়ার বিমান প্রায় ঘণ্টা দেড়েক আকাশেই চক্কর কাটল ।
শেষমেশ 141 জন যাত্রী এবং বিমান কর্মীকে নিয়ে বিমানটি তিরুচিরাপল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। জানা গিয়েছে শুক্রবার বিকেল 5.40 মিনিট নাগাদ বিমানটি তিরুচিরাপল্লি থেকে শারজার দিকে যাত্রা শুরু করে। তার অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ক্রটি দেখা দেয়।
যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে চক্কর বিমানের (ইটিভি ভারত) সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিমানে হাইড্রোলিক ফেলিয়র দেখা দিয়েছিল। তার জেরেই আকাশে চক্কর কাটতে হয়েছে । জ্বালানির পরিমাণ কমে আসার পর সেটি জরুরি অবতরণ করে। এদিকে, জরুরি অবতরণের কথা বলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছিলেন অসমারিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইড়ু। সেই মতো রানওয়ে খালি করে রাখা হয়েছিল। অন্য প্রস্তুতিও সেরে রেখেছিল তামিলনাড়ু প্রশাসন । তিরুচিরাপল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল।
বিমান অবতরণের পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন । তিনি লেখেন, "বিমান নিরাপদে অবতরণ করেছে শুনে আমি আনন্দিত। বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ার পর আমি অবিলম্বে প্রশাসনের কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বয় সাধনের কাজও করেছিলাম। দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের বিমানবন্দরে মোতায়েন করা হয়েছিল। এর পাশাপাশি আরও যা যা দরকার তাও আমরা করে রেখেছিলাম। এখনও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া আছে। তাছাড়া তাঁদের সবধরনের সাহায্য করতেও প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদে অবতরণের জন্য ক্যাপ্টেন থেকে শুরু করে বিমানকর্মী এবং যাত্রীদের অভিনন্দন জানাই।"
জরুরি অবতরণের আগে (নিজস্ব চিত্র) মাত্র কয়েকদিন আগে মিউনিখ থেকে ব্যাঙ্কককগামী লুথফানসার একটি বিমানও বিভ্রাটের সম্মুখীন হয়। তবে তার কারণ কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। বিমান বিভ্রাটের কারণ ছিল দাম্পত্য কলহ! কয়েক হাজার ফুট উচ্চতায় ঝগড়া করছিলেন স্বামী-স্ত্রী ৷ কিছুতেই তাঁদের থামানো যাচ্ছিল না ৷ দাম্পত্য অশান্তি এমনই চরমে পৌঁছয় যে বিমানচালক গন্তব্যেই পৌঁছতে পারলেন না ৷ তার ফলে মিউনিখ থেকে ব্যাঙ্কককগামী লুথফানসার ওই বিমানটি নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে পারল না ৷ সূত্রের খবর, 2 যাত্রী অভব্য আচরণ করায় জন্য বিমানটিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনতে বাধ্য হন পাইলট ৷