ETV Bharat / bharat

দাম্পত্য কলহে বিমান বিভ্রাট! 'স্বামী আমায় হুমকি দিচ্ছেন', স্ত্রীর অভিযোগে পথঘুরে নয়াদিল্লিতে নামল বিমান - বিমানে গণ্ডগোল

Lufthansa after flight diverted to Delhi: বিমান গন্তব্যে পৌঁছতে না-পারার নানা কারণ থাকে ৷ তবে দম্পতির ঝগড়ার জন্য বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়ার ঘটনা বোধহয় সম্প্রতি শোনা যায়নি ৷

ETV Bharat
বিমানে দাম্পত্য কলহের জেরে পৌঁছতে পারল না বিমান
author img

By ANI

Published : Nov 29, 2023, 4:14 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: বিমান বিভ্রাটের কারণ দাম্পত্য কলহ ! হ্যাঁ, কয়েক হাজার ফুট উচ্চতায় ঝগড়া করছিলেন স্বামী-স্ত্রী ৷ কিছুতেই তাঁদের থামানো যাচ্ছিল না ৷ দাম্পত্য অশান্তি এমনই চরমে পৌঁছয় যে বিমানচালক গন্তব্যেই পৌঁছতে পারলেন না ৷ বুধবার মিউনিখ থেকে ব্যাঙ্কককগামী লুথফানসার একটি বিমান নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে পারল না ৷ সূত্রের খবর, যাত্রীর অভব্য আচরণের জন্য বিমানটিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনতে বাধ্য হন পাইলট ৷

সংবাদসংস্থা সূত্রে খবর, স্বামী ও স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন ৷ বিমানের মধ্যেই ওই দুই যাত্রী এমন আচার-আচরণ করছিলেন, অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল ৷ বিমানকর্মীরা এই ঘটনাটি জানতেই বিমানের পথ ব্যাঙ্কক থেকে ঘুরিয়ে নয়াদিল্লি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

স্ত্রী-ই প্রথমে তাঁর স্বামীর আচরণের বিরুদ্ধে বিমানচালকের কাছে অভিযোগ জানান ৷ তিনি পাইলটের কাছে আশঙ্কা প্রকাশ করেন, উড়ন্ত বিমানের মধ্যে স্বামী তাঁকে স্বামী হুমকি দিচ্ছেন ৷ এই অবস্থায় তিনি পাইলটের হস্তক্ষেপ চান ৷

লুথফানসার এলএইচ772 বিমানটি 10.26 মিনিট নাগাদ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ নামার আগে বিমানচালক এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ সূত্র অনুযায়ী, জর্মন স্বামী আর তাঁর থাই স্ত্রী- লুথফানসার বিমানটিতে প্রবল ঝগড়া করছিলেন ৷ এ থেকেই সমস্যার সূত্রপাত ৷ তখন বিমানচালক ভারতের আইজিআই বিমানবন্দরে নামার অনুমতি চায় ৷ তাঁকে সেই অনুমতি দেওয়া হয় ৷

বিমান অবতরণ করার পর ওই দম্পতিকে নামিয়ে আনা হয় ৷ টার্মিনালে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ এই সমস্যার সমাধান হলে বিমানটি আবার উড়বে বলে সূত্রের খবর ৷ কখনও পাখির ডানায় বিমান ধাক্কা খায়, কখনও রানওয়েতে কুকুর ঘুরে বেড়ায়, কখনও বা বিমানের মধ্যেই কোনও যাত্রী নেশা করে সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে থাকে ৷ বিমান বিভ্রাটের নানা রকম ফেরে বিমান ঘুরিয়ে দিতে হয় পাইলটকে ৷ তবে বিমানের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া ? এই কারণ বিমান বিভ্রাটে নব-সংযোজন ৷

আরও পড়ুন:

  1. সমুদ্রে অবতরণ মার্কিন নৌসেনার বিমানের জ্বালানি অপসারণ, দু'টি উপায়ে উড়ান উদ্ধারের চেষ্টা
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
  3. রানওয়ে ছাড়িয়ে চলে গেল মার্কিন নৌসেনার বিমান, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, 29 নভেম্বর: বিমান বিভ্রাটের কারণ দাম্পত্য কলহ ! হ্যাঁ, কয়েক হাজার ফুট উচ্চতায় ঝগড়া করছিলেন স্বামী-স্ত্রী ৷ কিছুতেই তাঁদের থামানো যাচ্ছিল না ৷ দাম্পত্য অশান্তি এমনই চরমে পৌঁছয় যে বিমানচালক গন্তব্যেই পৌঁছতে পারলেন না ৷ বুধবার মিউনিখ থেকে ব্যাঙ্কককগামী লুথফানসার একটি বিমান নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে পারল না ৷ সূত্রের খবর, যাত্রীর অভব্য আচরণের জন্য বিমানটিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনতে বাধ্য হন পাইলট ৷

সংবাদসংস্থা সূত্রে খবর, স্বামী ও স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন ৷ বিমানের মধ্যেই ওই দুই যাত্রী এমন আচার-আচরণ করছিলেন, অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল ৷ বিমানকর্মীরা এই ঘটনাটি জানতেই বিমানের পথ ব্যাঙ্কক থেকে ঘুরিয়ে নয়াদিল্লি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

স্ত্রী-ই প্রথমে তাঁর স্বামীর আচরণের বিরুদ্ধে বিমানচালকের কাছে অভিযোগ জানান ৷ তিনি পাইলটের কাছে আশঙ্কা প্রকাশ করেন, উড়ন্ত বিমানের মধ্যে স্বামী তাঁকে স্বামী হুমকি দিচ্ছেন ৷ এই অবস্থায় তিনি পাইলটের হস্তক্ষেপ চান ৷

লুথফানসার এলএইচ772 বিমানটি 10.26 মিনিট নাগাদ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ নামার আগে বিমানচালক এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ সূত্র অনুযায়ী, জর্মন স্বামী আর তাঁর থাই স্ত্রী- লুথফানসার বিমানটিতে প্রবল ঝগড়া করছিলেন ৷ এ থেকেই সমস্যার সূত্রপাত ৷ তখন বিমানচালক ভারতের আইজিআই বিমানবন্দরে নামার অনুমতি চায় ৷ তাঁকে সেই অনুমতি দেওয়া হয় ৷

বিমান অবতরণ করার পর ওই দম্পতিকে নামিয়ে আনা হয় ৷ টার্মিনালে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ এই সমস্যার সমাধান হলে বিমানটি আবার উড়বে বলে সূত্রের খবর ৷ কখনও পাখির ডানায় বিমান ধাক্কা খায়, কখনও রানওয়েতে কুকুর ঘুরে বেড়ায়, কখনও বা বিমানের মধ্যেই কোনও যাত্রী নেশা করে সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে থাকে ৷ বিমান বিভ্রাটের নানা রকম ফেরে বিমান ঘুরিয়ে দিতে হয় পাইলটকে ৷ তবে বিমানের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া ? এই কারণ বিমান বিভ্রাটে নব-সংযোজন ৷

আরও পড়ুন:

  1. সমুদ্রে অবতরণ মার্কিন নৌসেনার বিমানের জ্বালানি অপসারণ, দু'টি উপায়ে উড়ান উদ্ধারের চেষ্টা
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
  3. রানওয়ে ছাড়িয়ে চলে গেল মার্কিন নৌসেনার বিমান, হতাহতের খবর নেই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.