নয়াদিল্লি, 29 নভেম্বর: বিমান বিভ্রাটের কারণ দাম্পত্য কলহ ! হ্যাঁ, কয়েক হাজার ফুট উচ্চতায় ঝগড়া করছিলেন স্বামী-স্ত্রী ৷ কিছুতেই তাঁদের থামানো যাচ্ছিল না ৷ দাম্পত্য অশান্তি এমনই চরমে পৌঁছয় যে বিমানচালক গন্তব্যেই পৌঁছতে পারলেন না ৷ বুধবার মিউনিখ থেকে ব্যাঙ্কককগামী লুথফানসার একটি বিমান নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে পারল না ৷ সূত্রের খবর, যাত্রীর অভব্য আচরণের জন্য বিমানটিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনতে বাধ্য হন পাইলট ৷
সংবাদসংস্থা সূত্রে খবর, স্বামী ও স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন ৷ বিমানের মধ্যেই ওই দুই যাত্রী এমন আচার-আচরণ করছিলেন, অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল ৷ বিমানকর্মীরা এই ঘটনাটি জানতেই বিমানের পথ ব্যাঙ্কক থেকে ঘুরিয়ে নয়াদিল্লি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
স্ত্রী-ই প্রথমে তাঁর স্বামীর আচরণের বিরুদ্ধে বিমানচালকের কাছে অভিযোগ জানান ৷ তিনি পাইলটের কাছে আশঙ্কা প্রকাশ করেন, উড়ন্ত বিমানের মধ্যে স্বামী তাঁকে স্বামী হুমকি দিচ্ছেন ৷ এই অবস্থায় তিনি পাইলটের হস্তক্ষেপ চান ৷
লুথফানসার এলএইচ772 বিমানটি 10.26 মিনিট নাগাদ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ নামার আগে বিমানচালক এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ সূত্র অনুযায়ী, জর্মন স্বামী আর তাঁর থাই স্ত্রী- লুথফানসার বিমানটিতে প্রবল ঝগড়া করছিলেন ৷ এ থেকেই সমস্যার সূত্রপাত ৷ তখন বিমানচালক ভারতের আইজিআই বিমানবন্দরে নামার অনুমতি চায় ৷ তাঁকে সেই অনুমতি দেওয়া হয় ৷
বিমান অবতরণ করার পর ওই দম্পতিকে নামিয়ে আনা হয় ৷ টার্মিনালে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ এই সমস্যার সমাধান হলে বিমানটি আবার উড়বে বলে সূত্রের খবর ৷ কখনও পাখির ডানায় বিমান ধাক্কা খায়, কখনও রানওয়েতে কুকুর ঘুরে বেড়ায়, কখনও বা বিমানের মধ্যেই কোনও যাত্রী নেশা করে সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে থাকে ৷ বিমান বিভ্রাটের নানা রকম ফেরে বিমান ঘুরিয়ে দিতে হয় পাইলটকে ৷ তবে বিমানের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া ? এই কারণ বিমান বিভ্রাটে নব-সংযোজন ৷
আরও পড়ুন: