পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাবাশ বায়ুসেনা ! পুনে থেকে ডর্নিয়ারে দিল্লি উড়ে এল লিভার, নয়া জীবন পেলেন প্রবীণ সেনাকর্মী - Indian Air Force

Air Force deploys Dornier aircraft to transport liver: বায়ুসেনার সৌজন্যে অত্যন্ত কম সময়ের মধ্যে পুনে থেকে ডর্নিয়ার বিমানে করে দিল্লি আনা হল লিভার ৷ তা প্রতিস্থাপনের মাধ্যমে নয়া জীবন পেলেন প্রবীণ এক সেনাকর্মী ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 2:05 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: যুদ্ধকালীন তৎপরতা ভারতীয় বিমান বাহিনীর ৷ না, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নয় ৷ বাহিনীর এক প্রবীণ আধিকারিকের জীবন রক্ষার জন্য ক্ষিপ্র গতিতে কর্তব্যে হাজির ভারতীয় বায়ুসেনা ৷ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভিযানের জন্য তারা প্রস্তুত করে ফেলে তাদের ডর্নিয়ার বিমান ৷ সেই বিমানে করেই সেনা হাসপাতাল থেকে এয়ারলিফ্ট করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ৷ তাঁরা পুনে গিয়ে সেখান থেকে একটি লিভার বা যকৃৎ-কে অতি সাবধানে উড়িয়ে এনে তা প্রতিস্থাপন করেন প্রবীণ সেনাকর্মীর শরীরে ৷

রবিবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে, এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ কারণ গত 23 ফেব্রুয়ারি খুবই সংক্ষিপ্ত নোটিশে এই বিমানটি পরিচালিত হয় ৷ বায়ুসেনার কথায়, "23 ফেব্রুয়ারি রাতে পুনে থেকে দিল্লিতে একটি লিভার পুনরুদ্ধার করার জন্য সেনা হাসপাতালের (আরএন্ডআর) ডাক্তারদের একটি দলকে এয়ারলিফ্ট করতে হত ৷ সে জন্য একটি আইএএফ ডর্নিয়ার বিমান সংক্ষিপ্ত নোটিশে সক্রিয় করা হয় ৷"

আইএএফ আরও বলেছে যে, ওই লিভার অতি কম সময়ে উড়িয়ে এনে তা প্রবীণ সেনাকর্মীর শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে ৷ তার ফলে নতুন জীবন পেয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক ৷

আর অ্যান্ড আর (রিসার্চ অ্যান্ড রেফারাল) নামেও পরিচিত সেনা হাসপাতাল ৷ সশস্ত্র বাহিনীর জন্য দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার সর্বোচ্চ ফ্ল্যাগশিপ মেডিক্যাল পরিষেবা এখানে পাওয়া যায় ৷ সশস্ত্র বাহিনী ও তাঁর সঙ্গে যুক্ত কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিত্সা পান ।

আরও পড়ুন:

  1. উড়ল রাফাল ও সি-130 হারকিউলিস বিমান, আকাশপথে সবচেয়ে বড় মহড়া ভারতীয় বায়ুসেনার
  2. সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনি, ভারতীয় সুরে মুখরিত হবে বিজয় চক
  3. ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details