পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর, প্রস্তাব পাশ মহারাষ্ট্র মন্ত্রিসভায় - Ahmednagar Becomes Ahilya Nagar

Ahmednagar Becomes Ahilya Nagar: মহারাষ্ট্রের আহেমদনগরের নাম বদলে যাচ্ছে ৷ এবার থেকে এই শহরের নাম হবে অহল্যানগর ৷ বুধবার মহারাষ্ট্র মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ করানো হয় বলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতর থেকে জানানো হয়েছে ৷ এছাড়া আটটি রেল স্টেশনের নাম বদলের প্রস্তাব পাশ হয়েছে ৷

Chief Minister Eknath Shinde
Chief Minister Eknath Shinde

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:52 PM IST

মুম্বই, 13 মার্চ: আহমেদনগরের নাম বদলে ফেলল মহারাষ্ট্র সরকার ৷ এখন থেকে ওই শহরের নাম হবে অহল্যানগর ৷ আঠারো শতকের মারাঠা রানি অহল্যাবাঈ হোলকারের নামেই এই নাম দেওয়া হল ৷ বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে ৷ পরে এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতর থেকে ৷ সেখানে জানানো হয় যে আহমেদনগরের নাম ‘পুণ্যশ্লোক অহল্যাদেবী নগর’ করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৷

আহমেদনগর ছাড়াও মহারাষ্ট্র মন্ত্রিসভা মুম্বইয়ের আটটি সাবার্বান রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করার একটি প্রস্তাবও অনুমোদন করেছে । ওই নামগুলি ব্রিটিশ আমলে দেওয়া হয়েছে ৷ এই আটটি স্টেশন সেন্ট্রাল রেলওয়ে ও পশ্চিম রেলওয়ে দ্বারা পরিচালিত হয় ৷ এগুলি মুম্বইয়ের শহরতলির নেটওয়ার্কের পশ্চিম, কেন্দ্রীয় ও হারবার লাইনে অবস্থিত ।

প্রস্তাব অনুযায়ী, কারি রোড স্টেশনের নাম পরিবর্তন করে হবে লালবাগ, স্যান্ডহার্স্ট রোড স্টেশনের নামকরণ করা হবে ডংরি, মেরিন লাইন স্টেশনের নাম মুম্বাদেবী, চার্নি রোড স্টেশনের নাম হবে গিরগাঁও, কটন গ্রিন স্টেশনের নাম হবে কালাচৌকি, ডকইয়ার্ড রোড স্টেশনের নাম মাজগাঁও এবং কিংস সার্কেল হবে তীর্থঙ্কর পার্শ্বনাথ । স্যান্ডহার্স্ট রোড স্টেশনটিকে দু’টি স্টেশন হিসাবে বিবেচনা করা হয়েছে ৷ কারণ, এটি সেন্ট্রাল এবং হারবার উভয় লাইনের সঙ্গে সংযুক্ত ।

এবার এই প্রস্তাব যাবে বিধানসভায় ৷ সেখানে তা পাশ করানো হবে৷ তার পর সেই প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রেল মন্ত্রকের কাছে ৷ মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে মুম্বই সেন্ট্রাল স্টেশনের নাম পরিবর্তন করে নানা জগন্নাথ শঙ্করশেঠ স্টেশন করার প্রস্তাব পাঠিয়েছে । 2017 সালে কেন্দ্রীয় সরকার মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনের নাম পরিবর্তন করে ৷ স্টেশনের নিকটবর্তী প্রভাদেবী মন্দিরের নামানুসারে প্রভাদেবী স্টেশন হিসাবে তা পরে পরিচিত হয় ৷ 1853 থেকে 1860 সাল পর্যন্ত বোম্বে প্রেসিডেন্সির গভর্নর লর্ড এলফিনস্টোন ৷ তাঁর নামেই এলফিনস্টোন রোড স্টেশন করা হয়েছিল ৷

তার কয়েকদিন আগে, দক্ষিণ মুম্বইয়ের আইকনিক ছত্রপতি শিবাজি টার্মিনাসের নাম 'মহারাজ' যুক্ত করে পরিবর্তন করা হয়েছিল । সংযোজনের পরে, এটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত হয় । এর আগে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামানুসারে ওই স্টেশনকে ভিক্টোরিয়া টার্মিনাস বলা হত ।

আরও পড়ুন:

  1. যোগীরাজ্যে আলিগড়ের নাম বদলে হবে হরিগড় ? প্রস্তাব পাশ পৌরনিগমে
  2. ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নামকরণ শ্যামাপ্রসাদের নামে, উচ্ছ্বসিত বিজেপি
  3. নাম পালটানোর হিড়িক মহারাষ্ট্রে, আহমেদনগর হবে অহল্যানগর

ABOUT THE AUTHOR

...view details