মুম্বই, 13 মার্চ: আহমেদনগরের নাম বদলে ফেলল মহারাষ্ট্র সরকার ৷ এখন থেকে ওই শহরের নাম হবে অহল্যানগর ৷ আঠারো শতকের মারাঠা রানি অহল্যাবাঈ হোলকারের নামেই এই নাম দেওয়া হল ৷ বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে ৷ পরে এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতর থেকে ৷ সেখানে জানানো হয় যে আহমেদনগরের নাম ‘পুণ্যশ্লোক অহল্যাদেবী নগর’ করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৷
আহমেদনগর ছাড়াও মহারাষ্ট্র মন্ত্রিসভা মুম্বইয়ের আটটি সাবার্বান রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করার একটি প্রস্তাবও অনুমোদন করেছে । ওই নামগুলি ব্রিটিশ আমলে দেওয়া হয়েছে ৷ এই আটটি স্টেশন সেন্ট্রাল রেলওয়ে ও পশ্চিম রেলওয়ে দ্বারা পরিচালিত হয় ৷ এগুলি মুম্বইয়ের শহরতলির নেটওয়ার্কের পশ্চিম, কেন্দ্রীয় ও হারবার লাইনে অবস্থিত ।
প্রস্তাব অনুযায়ী, কারি রোড স্টেশনের নাম পরিবর্তন করে হবে লালবাগ, স্যান্ডহার্স্ট রোড স্টেশনের নামকরণ করা হবে ডংরি, মেরিন লাইন স্টেশনের নাম মুম্বাদেবী, চার্নি রোড স্টেশনের নাম হবে গিরগাঁও, কটন গ্রিন স্টেশনের নাম হবে কালাচৌকি, ডকইয়ার্ড রোড স্টেশনের নাম মাজগাঁও এবং কিংস সার্কেল হবে তীর্থঙ্কর পার্শ্বনাথ । স্যান্ডহার্স্ট রোড স্টেশনটিকে দু’টি স্টেশন হিসাবে বিবেচনা করা হয়েছে ৷ কারণ, এটি সেন্ট্রাল এবং হারবার উভয় লাইনের সঙ্গে সংযুক্ত ।