জলন্ধর, 21 জানুয়ারি: নির্মম বা বলা যেতে পারে বিকৃত লালসা। খুন করার পর একাধিকবার ধর্ষণের ঘটনা সামনে এল। পঞ্জাবের জলন্ধরের লাম্বরা থানা এলাকার ঘটনা। গত বছর ডিসেম্বরের 26 তারিখ এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের হাতে হাড়হিম তথ্য আসে। যেখানে প্রমাণ মেলে, একটি অটো চালকের বিকৃত নির্যাতনের শিকার হন ওই মহিলা। স্পষ্ট হয়, শ্বাসরোধ করে মহিলাকে খুনের পর তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত। প্রমাণ হাতে পেয়েই অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম প্রিন্স ৷ সে মডেল হাউসের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
এই বিষয়ে ডিএসপি সুরিন্দরপাল সিং ধোগাদি জানান, 26 ডিসেম্বর সকালে লাম্বরা থানার অন্তর্গত এলাকায় একটি মেয়ের মৃতদেহ পাওয়া যাওয়ার খবর আসে । তদন্তের সময় জানা যায়, মেয়েটি গুরুদাসপুরের বাসিন্দা ৷ তিনি নার্স ছিলেন ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে জানতে পারে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ মডেল হাউসের বাসিন্দা প্রিন্সকে গ্রেফতার করে ।