লখনউ, 12 ফেব্রুয়ারি: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস ৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের মহন্ত ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রীঅযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের ৷ এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি ৷ তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই ৷"
এ মাসের গোড়ার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয় ৷ তখনই মহন্ত সত্যেন্দ্র দাসকে এসজিপিজিআই-তে ভর্তি করানো হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, "অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ 3 ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয় ৷ নিউরোলজি ওয়ার্ড-এর হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল ৷"
রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, "সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ছিলেন ৷ 48 ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ তিনি হনুমানঘড়ির একজন সাধু ছিলেন ৷ তিনি একজন 'বিরাক্ত' ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত, ব্যাকরণ পড়াতেন ৷"