সম্বল (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল আচার্য প্রমোদ কৃষ্ণমকে। এরপর রবিবার পালটা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন আচার্য। তিনি জানান, 'রাম' এবং 'রাষ্ট্র'-কে নিয়ে কোনও আপস হতে পারে না। তিনি 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কৃত হতে চান ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, "ভগবান রামও 14 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন।"
এদিন তিনি বলেন, "গত রাতে দলের পক্ষ থেকে আমায় চিঠি দিয়েছে। চিঠিতে কেসি ভেনুগোপাল জানিয়েছেন, আমাকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমে আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাকে দল থেকে মুক্ত করার জন্য। এর সঙ্গেই, আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই, পার্টির বিরুদ্ধে কী কর্মকাণ্ড আমি করেছি ?"
প্রমোদ কৃষ্ণম সাংবাদিক সম্মেলনে আরও বলেন, "আমি চাই কংগ্রেস আমায় 6 বছরের পরিবর্তে 14 বছরের জন্য বহিষ্কার করুক। রামকেও 14 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল ৷" দল-বিরোধী কার্যকলাপের অভিযোগের প্রশ্নে বহিষ্কৃত কংগ্রেস নেতা বলেন, "ভগবান রামের নাম নেওয়া বা অযোধ্যায় যাওয়া বা প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ গ্রহণ করা অথবা শ্রীকল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করা দল বিরোধী কার্যকলাপ ? আমি কংগ্রেসের নেতৃত্বের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই ৷ অবশ্যই জনগণকে তাঁদের বলতে হবে যে, এর মধ্যে কোন কোন বিষয় দল বিরোধী কার্যকলাপের মধ্য়ে পরে।"