নয়াদিল্লি, 26 মার্চ: আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মন্ত্রী গোপাল রাই। এদিন এক আপ কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ ঘোরাও কর্মসূচি ঘোষণার পরে দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করেছে।
প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে 'ঘেরাও'-এর সময় আপ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। পঞ্জাবের মন্ত্রী হরজোত সিং এবং বেশ কয়েকজন আপ কর্মীকে আটক করা হয়েছে৷
দেশের রাজধানীর অন্যান্য অংশেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভের কারণে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির বেশ কিছু অংশে যান চলাচল প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টির এই ঘোরাও কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে। আমরা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তার একাধিক স্তর তৈরি করেছি। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ইতিমধ্যে 144 ধারা (সিআরপিসি) জারি করা হয়েছে এবং কাউকে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না।"
গোপাল রাই বলেন, "শনিবার সকাল 10টায়, সমস্ত আপ বিধায়ক, কাউন্সিলর, অফিস-আধিকারিক, ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা গণতন্ত্র বাঁচানোর শপথ নেব। আমরা শনিবার, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবসে শহীদী পার্কে একত্রিত হব।" কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আগেও প্রধানমন্ত্রীর বাসভবন 'ঘেরাও' কর্মসূচির ঘোষণা করেছিল আপ। তিনি আরও জানান, দেশব্যাপী 'মেগা প্রটেস্ট' অনুষ্ঠিত হবে। কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) 21 মার্চ আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে ৷ যদিও ওই আবগারি নীতিটি এখন বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত তিনি ইডি হেফাজতে রয়েছেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, AAP জাতীয় আহ্বায়কের বিরুদ্ধে সুবিধার বিনিময়ে মদ ব্যবসায়ীদের কাছ থেকে কিকব্যাক (টাকা) চাওয়ার অভিযোগ রয়েছে।