নয়াদিল্লি, 6 জুন:দিল্লির ইতিউতি এখন জোট গড়ার তৎপরতা। এনডিএ জোট মোটামুটি তৈরি। ইন্ডিয়া শিবিরও জল মাপছে । এবার সেই দিল্লিতে জোট ভাঙার খবর। কংগ্রেসের সঙ্গে দিল্লি বিধানসভা নির্বাচনে জোট করবে না বলে জানিয়ে দিল আপ। দলের নেতা গোপাল রাই জানিয়েছেন, হাত শিবিরের সঙ্গে তাঁদের জোট ছিল শুধুই লোকসভা নির্বাচনের জন্য। বিধানসভায় আলাদা লড়াই হবে । 2015 এবং 2020 সালে দিল্লি বিধানসভায় একাই জিতেছে আপ । এবারও একাই লড়ার সিদ্ধান্ত নিল কেজরিবাহিনী।
জামিনের মেয়াদ শেষে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে ফিরেছেন। তাঁর বাড়িতেই দলের বিধায়ক ও প্রবীণ নেতাদের একটি বৈঠক হয়। পরে সংবাদসংস্থা পিটিআইকে গোপাল বলেন, "লোকসভা নির্বাচনে আমরা সর্বশক্তি দিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করেছিলাম। তবে এই জোট শুধুই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে হয়েছিল। এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে বিধানসভা নির্বাচনে কোনও জোট হবে না। আমরা একাই লড়ব। "