নয়াদিল্লি, 2 এপ্রিল:আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-কে সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় ভোটের আগে চাঙ্গা আম আদমি পার্টি ৷ কেন্দ্র ইডিকে ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে মিথ্যে মামলা এনেছে বলে অভিযোগ করে আপ বলেছে, এ দিনের 'সুপ্রিম' রায়ে সত্যের জয় হয়েছে ৷ আর পরাজিত হয়েছে বিজেপি ৷ এ দিকে, সঞ্জয় সিংয়ের মুক্তিতে বাঁধ ভাঙল তাঁর মায়ের চোখের জল ৷
মঙ্গলবার দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং পিবি ভারালের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে । গত বছর 4 অক্টোবর সঞ্জয় সিং-কে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল । দীর্ঘ সময় পর লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি জামিন পাওয়ায়, এই নিয়ে বিজেপিকে বিঁধেছেন আম আদমি পার্টির নেতারা ৷
আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী বলেন, বিজেপি বুঝতে পেরেছে যে তারা ইডির অপব্যবহার করছে । সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিজেপি ইডিকে অপব্যবহার করছে । সঞ্জয় সিং, মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন বা অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা মামলায় জেলবন্দি করা হয়েছে । আজ সত্যের জয় হয়েছে আর বিজেপি হেরেছে ।