পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের - Love Triangle

Murder for Love Triangle: নিজের দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের ৷ স্কুলের লাইব্রেরি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ নেপথ্যে কী ত্রিকোণ প্রেম ?

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 10:18 PM IST

গোড্ডা (ঝাড়খণ্ড), 30 জানুয়ারি: ত্রিকোণ প্রেমের জেরে খুন ৷ সহকর্মী শিক্ষক ও শিক্ষিকাকে গুলি করে খুন করলেন অন্য এক শিক্ষক ৷ তারপর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের ৷ ঝাড়খণ্ডের একটি স্কুলের লাইব্রেরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ঝাড়খণ্ডের গোড্ডা জেলার পোদাইয়াহাট থানার চাতরা এলাকায় এক শিক্ষক গুলি করে খুন করল নিজেরই স্কুলের সহকর্মী শিক্ষক ও এক শিক্ষিকাকে । এরপর আত্মহত্যারও চেষ্টা করে সে নিজেও। অভিযুক্ত শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক ৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সে ।

জানা গিয়েছে, রবি রঞ্জন নামে অভিযুক্ত শিক্ষক দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ত্রিকোণ প্রেমের কারণেই এই ঘটনা ৷ খবর পেয়ে পোদাইয়াহাট থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাচাঁদের নেতৃত্বে দলটি লাইব্রেরির তালা ভেঙে মৃতদেহ দু'টি উদ্ধার করা হয় । আহত অবস্থায় পাওয়া অভিযুক্ত রবি রঞ্জনকে তাৎক্ষণিকভাবে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

চাতরা আপগ্রেডেড স্কুলের লাইব্রেরিতে এই ঘটনা ঘটেছে । মঙ্গলবার সকালে এই লাইব্রেরির ভিতরে তিনটি গুলি চলে বলে খবর। গুলির শব্দ শুনতে পেয়েই লোকজন জড়ো হয় ঘটনাস্থলে। এরপর পুরো বিষয়টি পুলিশকে জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানা । এই গুলিতে নিহত শিক্ষক আদর্শ সিং উত্তরপ্রদেশের বাসিন্দা এবং শিক্ষিক গোড্ডার পোদাইয়াহাট থানার বাসিন্দা । অভিযুক্ত শিক্ষক রবি রঞ্জনও পোদাইয়াহাটের বাসিন্দা ।

আরও পড়ুন :

  1. ত্রিকোণ প্রেমের জেরে প্রিয় বন্ধুকে খুন, তোলা হল আদালতে ধৃতকে
  2. বহরমপুরে প্রকাশ্যে খুন যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেম !
  3. ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন, কৃষ্ণনগরের ঘটনায় অভিযোগ মৃতার পরিবারের

ABOUT THE AUTHOR

...view details