পুনে, 2 মার্চ: মাদক পাচারের অভিযোগ গ্রেফতার পুনের পুলিশ আধিকারিক ৷ তাঁর কাছ থেকে 340 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করেছে অ্যান্টি নার্কোটিক্স সেল ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় 45 কোটি টাকা ৷ বিকাশ শেলকে নামে ওই পুলিশ আধিকারিক পুনের নিগদি থানার স্টেশন অফিসার ৷ পুলিশ কমিশনার অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে স্থানীয় সাংগভি থানায় একটি এফআইআর দায়ের করেছেন ৷
ঘটনার সূত্রপাত শুক্রবার ৷ পুনে পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেল পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় অভিযান চালিয়ে নমামি শঙ্কর নামে এক পেডলারকে গ্রেফতার করে ৷ তাঁর কাছ থেকে 2 কোটি টাকা মূল্যের 2 কেজি 38 গ্রাম এমডি মাদক বাজেয়াপ্ত করেন অ্যান্টি নার্কোটিক সেলের গোয়েন্দারা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা পুনের নিগদি থানার স্টেশন অফিসার বিকাশ শেলকের নাম জানতে পারেন ৷ এরপরই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করে তাঁর কাছ থেকে 340 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷
উল্লেখ্য, ধৃত বিকাশ শেলকে মাদক বিরোধী অভিযানে সামিল ছিলেন ৷ সেই সূত্র ধরেই মাদকের কারবারে জড়িয়ে পড়েন ৷ বর্তমানে অ্যান্টি নার্কোটিক সেল অভিযুক্ত মাদকপাচারকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে, তাঁকে সাসপেন্ড করেছেন পুনের পুলিশ কমিশনার ৷ কয়েক সপ্তাহ আগে পুনের অ্যান্টি নার্কোটিক সেল দিল্লি, পুনে ও সাংগলি এলাকায় চারদফা অভিযানে 4 হাজার কোটি টাকা এমডি মাদক বাজেয়াপ্ত করেছিল ৷ সেই সময়ই মোট 6 জনকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা ৷
সেই সময় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক পুলিশ আধিকারিকের এই চক্রের সঙ্গে যুক্ত থাকার যোগ পাওয়া গিয়েছিল ৷ অবশেষে সেই পুলিশ আধিকারিকের খোঁজ পেয়েছে অ্যান্টি নার্কোটিক সেল ৷ তদন্তকারীরা মনে করছে, এই মাদকচক্রে আরও অনেক বড় নাম জড়িয়ে থাকতে পারে ৷
আরও পড়ুন:
- দিল্লি ও মহারাষ্ট্রে 3200 কোটি টাকার এমডি মাদক বাজেয়াপ্ত করল পুনে পুলিশ
- এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
- ফের সাফল্য এসটিএফের, এনজেপি রেল স্টেশন থেকে 15 লক্ষের মাদক-সহ গ্রেফতার মহিলা পাচারকারী