পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেফতার মাদকপাচারে যুক্ত পুনের পুলিশ আধিকারিক, উদ্ধার 45 কোটির মেফেড্রোন - Pune Police

Police Officer of Pune Turns Drug Trafficker: অপরাধীদের ধরতে ধরতে নিজেই অপরাধের দুনিয়ায় নাম লেখালেন পুনে পুলিশের এক আধিকারিক ৷ মাদকপাচারের অভিযোগে পুনের পুলিশের ওই আধিকারিককে গ্রেফতার করেছে অ্যান্টি নার্কোটিক্স সেল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 9:04 PM IST

পুনে, 2 মার্চ: মাদক পাচারের অভিযোগ গ্রেফতার পুনের পুলিশ আধিকারিক ৷ তাঁর কাছ থেকে 340 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করেছে অ্যান্টি নার্কোটিক্স সেল ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় 45 কোটি টাকা ৷ বিকাশ শেলকে নামে ওই পুলিশ আধিকারিক পুনের নিগদি থানার স্টেশন অফিসার ৷ পুলিশ কমিশনার অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে স্থানীয় সাংগভি থানায় একটি এফআইআর দায়ের করেছেন ৷

ঘটনার সূত্রপাত শুক্রবার ৷ পুনে পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেল পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় অভিযান চালিয়ে নমামি শঙ্কর নামে এক পেডলারকে গ্রেফতার করে ৷ তাঁর কাছ থেকে 2 কোটি টাকা মূল্যের 2 কেজি 38 গ্রাম এমডি মাদক বাজেয়াপ্ত করেন অ্যান্টি নার্কোটিক সেলের গোয়েন্দারা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা পুনের নিগদি থানার স্টেশন অফিসার বিকাশ শেলকের নাম জানতে পারেন ৷ এরপরই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করে তাঁর কাছ থেকে 340 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷

উল্লেখ্য, ধৃত বিকাশ শেলকে মাদক বিরোধী অভিযানে সামিল ছিলেন ৷ সেই সূত্র ধরেই মাদকের কারবারে জড়িয়ে পড়েন ৷ বর্তমানে অ্যান্টি নার্কোটিক সেল অভিযুক্ত মাদকপাচারকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে, তাঁকে সাসপেন্ড করেছেন পুনের পুলিশ কমিশনার ৷ কয়েক সপ্তাহ আগে পুনের অ্যান্টি নার্কোটিক সেল দিল্লি, পুনে ও সাংগলি এলাকায় চারদফা অভিযানে 4 হাজার কোটি টাকা এমডি মাদক বাজেয়াপ্ত করেছিল ৷ সেই সময়ই মোট 6 জনকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা ৷

সেই সময় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক পুলিশ আধিকারিকের এই চক্রের সঙ্গে যুক্ত থাকার যোগ পাওয়া গিয়েছিল ৷ অবশেষে সেই পুলিশ আধিকারিকের খোঁজ পেয়েছে অ্যান্টি নার্কোটিক সেল ৷ তদন্তকারীরা মনে করছে, এই মাদকচক্রে আরও অনেক বড় নাম জড়িয়ে থাকতে পারে ৷

আরও পড়ুন:

  1. দিল্লি ও মহারাষ্ট্রে 3200 কোটি টাকার এমডি মাদক বাজেয়াপ্ত করল পুনে পুলিশ
  2. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
  3. ফের সাফল্য এসটিএফের, এনজেপি রেল স্টেশন থেকে 15 লক্ষের মাদক-সহ গ্রেফতার মহিলা পাচারকারী

ABOUT THE AUTHOR

...view details