নয়াদিল্লি/রায়গড়: সাম্প্রতিক রাজনৈতিক গতিবিধিতে প্রশ্নের মুখে পড়ছে বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লকের ভবিষ্যৎ ৷ নীতীশ কুমারের মতো গুরুত্বপূর্ণ শরিক ডিগবাজি খেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ আসনরফা নিয়ে কংগ্রেসের সঙ্গে ফাটল ক্রমে চওড়া হয়েছে অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের ৷ তবুও ঐক্য অটুট রেখে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্ট লক্ষ্য করা গিয়েছে কংগ্রেসের জাতীয় স্তরের নেতাদের মধ্যে ৷ একই সুরে রবিবার কংগ্রেস নেতা শচীন পাইলট দাবি করেছেন যে, বিরোধী জোট মজবুতই আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ইন্ডিয়া জোটের শরিক বলেও দাবি করেন তিনি ৷ পাইলটের কথায়, দু-একটা দল বন্ধুবদল করলে তার প্রভাব ইন্ডিয়া জোটের উপর পড়বে না ৷
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে, আজ পাইলট বলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইন্ডিয়া) অংশ ৷ কংগ্রেসের নেতার বিশ্বাস, তৃণমূল নেত্রীর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় একটি পথ খুঁজে পাওয়া যাবে । বিজেপি নিজের জন্য 370টি আসন এবং এনডিএ-র জন্য 400-এর বেশি আসনে জয়ের দাবি করছে তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন শচীন পাইলট ৷
রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড় ন্যায় যাত্রা ছত্তিশগড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাজ্যের এআইসিসি সাধারণ সম্পাদক তথা ওই রাজ্যের ইনচার্জ পাইলট এটা মানতে চাননি যে, রাহুলের যাত্রা দলের নির্বাচনী প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলছে ৷ বরং তিনি জানান, যাত্রা চলাকালীনই আসন ভাগাভাগি নিয়ে জোরদার আলোচনা চলছে ৷ তাঁর কথায়, "আমরা যেমন কথা বলছি, আমরা বিভিন্ন রাজ্যে আমাদের বেশিরভাগ মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চুক্তি চূড়ান্তও করছি । সুতরাং এটি কোনও একটির প্রশ্ন নয় । যাত্রা চলছে তবে অন্যান্য বিষয়গুলি এআইসিসি নেতৃত্ব এবং রাজ্য দ্বারা পরিচালিত হচ্ছে । কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খাড়গে) নিজেই এই সমস্ত মিটিং এবং আলোচনার তত্ত্বাবধান করছেন ৷"
শচীন পাইলট আরও বলেন, "আমাদের প্রচেষ্টা হল এটা নিশ্চিত করা যে, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব । হ্যাঁ, আমাদের কয়েকজন জোট ছেড়েছে কিন্তু বেশিরভাগ জোটই অক্ষত আছে এবং খুব শীঘ্রই আমরা আসন ভাগাভাগি এবং জোটের ভবিষ্যত রোডম্যাপ ঘোষণা করব ।" জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার এনডিএ-তে পাড়ি জমানো, আরএলডি-র জয়ন্ত চৌধুরীর আসন্ন স্যুইচ-ওভার এবং মমতার কংগ্রেসকে আক্রমণের সঙ্গেই ইন্ডিয়া ব্লকের ভবিষ্যৎ কী তা জানতে চেয়ে প্রশ্ন করা হলে পাইলট বলেন, "এনডিএ ছেড়ে যাওয়া অংশীদারদের সংখ্যা দেখুন ৷ আকালি দল, শিবসেনা, পিডিপি, এআইএডিএমকে । সুতরাং এনডিএ ছেড়েছে যাঁরা, তাঁদের সংখ্যা আমাদের ইন্ডিয়া ছেড়ে যাওয়া দলের থেকে অনেক বেশি ৷"