পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঋণের দায়ে স্ত্রী ও সন্তানদের মেরে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার - Engineer Kills Family and Self - ENGINEER KILLS FAMILY AND SELF

Software Engineer Kills Family and Self: হায়দরাবাদে একদিনে দু'টি ঘটনায় 8 জনের মৃত্যু ৷সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রী ও দুই সন্তান মেরে আত্মঘাতী হয়েছেন ৷ অন্যদিকে, এক গৃহবধূ তিন সন্তানকে বিষ খাইয়ে পর আত্মঘাতী হয়েছেন

HYDERABAD TRAGEDY
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 1:45 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: রবিবার তেলেঙ্গায় পরিবারের সদস্যদের মেরে আত্মঘাতী হওয়ার দু'টি ঘটনা সামনে এসেছে ৷ দু'টি ঘটনায় মোট 8 জনের মৃত্যু হয়েছে ৷ ঋণের দায়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রী ও দুই সন্তান মেরে আত্মঘাতী হয়েছেন ৷ অন্যদিকে, এক গৃহবধূ পারিবারিক অশান্তির কারণে তিন সন্তানকে বিষ দিয়ে মারার পর আত্মঘাতী হয়েছেন ৷

ঋণের দায়ে সন্তান ও স্ত্রীকে মেরে আত্মঘাতী ইঞ্জিনিয়ার:বছর চল্লিশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইপ্পা ভেঙ্কটেশ, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রেড্ডি কলোনির কুথবুল্লাপুরের গাজুলারামরামে থাকতেন ৷ অনলাইন গেমে আসক্ত হয়ে লোন অ্যাপস, বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিতদের কাছ থেকে প্রচুর টাকা ঋণ নেন ইপ্পা ৷ তাঁর অবস্থার কথা জানতে পেরে বাবা-মা দেনা শোধ করতে 12 লাখ টাকা দেন ৷ কিন্তু কয়েক মাস আগে পরিস্থিতি আরও খারাপ হয় ৷ কারণ লোন অ্যাপস এবং বন্ধুদের কাছ থেকে 25 লাখ টাকা ধার করেছিলেন ৷ শোধ করার উপায় না-পেয়ে পরিবারকে হত্যা করে আত্মহত্যার পথ বেছে নেন ইপ্পা ৷

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ স্ত্রী মারার আগে দুই সন্তানকে গলা কেটে হত্যা করে ৷ তারপর তিনি আত্মহত্যা করেন ৷ তবে রবিবার ভোরে আত্মঘাতী হওয়ার আগে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান ইপ্পা ৷ তাঁর ফোন নম্বর অ্যাপাটমেন্টের গার্ডের কাছে ছিল ৷ তিনি ইপ্পার বাবাকে খবর দেন ৷ বাবা পাশের বাড়ির লোককে ছেলের খবর নিতে বলে, তিনি গিয়ে ভেঙ্কটেশের ঘরের দরজা ধাক্কা দেন ৷ দরজা খুলতেই দেখতে পান দেহগুলি পড়ে রয়েছে ৷ এই ঘটনায় জিডিমেতলা থানায় মামলা হয়েছে ৷ সেলফি ভিডিয়োটি পুলিশ সংগ্রহ ।

সন্তানদের হত্যা করে আত্মঘাতী মা:সাঙ্গারেড্ডি জেলার সদাশিবপেট মণ্ডলের আত্মাকুরুর দম্পতি সুধাকর ও সুবর্ণ 7 বছর আগে কাজের জন্য পাটানচেরুর রুদ্ররামে আসেন । তাঁদের তিন সন্তান ছিল ৷ সুধাকর ইসনাপুরে মেকানিকের কাজ করতেন ৷ কিন্তু তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন ৷ এক সপ্তাহ আগে আত্মীয়রা তাঁকে হায়দরাবাদের একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠান ৷ সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ৷ রবিবার সকাল থেকে ঘর খোলা না-দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে বাচ্চাদের মুখে ফেনা দেখতে পান ৷ সুবর্ণাকেও মৃত অবস্থায় পাওয়া যায় ৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ৷ পুলিশ প্রাথমিকভাবে জানায়, পারিবারিক কলহের জের ধরে সন্তানদের মেরে গৃহবধূ আত্মহত্যা করেছেন ।

(বিঃ দ্র):আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

ABOUT THE AUTHOR

...view details