পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বৃহস্পতিতে ধনদেবীর আশীর্বাদে অর্থপ্রাপ্তি কাদের ? জানুন রাশিফলে - Daily Horoscope for 5th September - DAILY HOROSCOPE FOR 5TH SEPTEMBER

Today's Horoscope in Bangla: বৃহস্পতি মানে লক্ষ্মীবার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? এদিনে ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ প্রেমময় জীবন কারা উপভোগ করবেন? কোন কোন রাশির জাতক-জাতিকরা আবার সমস্যায় জড়াবেন? তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 6:01 AM IST

মেষ: খুবই গড়পড়তা দিন। কাজ যেরকম এগোনোর এগোবে, উন্নতিও হবে। কিন্তু খুবই সাধারণ দিন। গুনগুন করুন, ছবি আঁকুন ও গ্রিন টি-তে চুমুক দিন। দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন। পরিকল্পনা সেখান থেকেই আকার পায়। আপনার প্রেম জীবন আজ অত ভালো নাও থাকতে পারে। আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন, যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে। এই আচরণ আজকে আপনাদের মধ্যের সম্পর্কে প্রভাব ফেলবে।

বৃষ: খুব সম্ভবত আপনি আপনার প্রিয়তমের সঙ্গে কোনও অলঙ্ঘনীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ আপনি রুটিন কাজ ভালোই সামলাতে পারবেন। আপনার সৃজনী শক্তি উচ্চতার শিখরে থাকবে, কাজেই আপনার মেজাজও ভালো থাকবে। আপনি কিছু পরিকল্পনা করতে চাইবেন। আপনি যদি শেয়ার বাজারে এখনো বিনিয়োগ না করে থাকেন, তাহলে আজকে তা করার সঠিক দিন। ভাগ্য আপনার সহায়, ফলে আপনি সফল হবেন।

মিথুন: আপনি সম্ভবত বিশাল পরিমাণ অর্থ উপার্জন করবেন, সম্ভবত কোনও বেসরকারি উদ্যোগ থেকে। আজকের দিনটি কোষাধ্যক্ষ, মহাজন ও খুচরো ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক হবে। সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকুন। প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো যাবে। আপনি প্রিয়তমের সঙ্গে বেশি সময় কাটাবেন। এই ঘনিষ্ঠতা আপনাকে আরো আনন্দ দেবে। আপনি যদি বিবাহিত না হন, তাহলে শীঘ্রই বিয়ে করতে বা বাগদান করতে চাইবেন।

কর্কট: ব্যক্তিগত জীবনে যে সকল সমস্যা ভিড় করে আছে, আজকে আপনি সেগুলির দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। সমস্যাগুলিকে অঙ্কুরেই বিনষ্ট করার আপনার যে ক্ষমতা তা আপনাকে এতদিন ভালো ব্যক্তিগত জীবন ধরে রাখতে সাহায্য করেছে। আর আজকে আপনাকে ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার জন্য এই দক্ষতা ব্যবহার করতে হবে। আজকে আপনার প্রেম জীবন একটূ ক্ষতিগ্রস্থ হবে। আপনার মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে থাকবে, যা কিনা ভালো ব্যাপার।

সিংহ: আজকে, আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। যারা কাজকে গুরুত্ব দেন তারা সহজেই আজকের দিনটি পার করতে পারবেন। আপনাকে নিজের মেজাজ সম্বন্ধে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে। সম্ভবত আপনার আর্থিক বিষয়ে অন্যদের অবদান থাকবে। পরিবারের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।

কন্যা: নতুন ব্যবসার উদ্যোগ নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। যেসব প্রকল্পগুলি সরিয়ে রাখা আছে সেগুলি শেষ হবে। আসন্ন সপ্তাহের দিকে তাকিয়ে আপনি নিজের উদ্যমকে চাঙ্গা করতে চাইবেন। জমায়েতগুলি খুবই মজার ও মনোরঞ্জক হবে। আপনার বাচ্চারা খুশি ও গর্বের কারণ হবে, ফলে মেজাজ আরো ভালো হয়ে উঠবে। কাজের রুটিন ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি আরেকটু ভারসাম্য আনতে চাইবেন।

তুলা:কোনও সরকারি লেনদেন করার জন্য আজ খুব ভালো দিন নয়। লাল-ফিতের গেরোই বলুন বা আমলাতান্ত্রিক গড়িমসি, আজকে এই কাজগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কম। এতে হয়ত আপনার ধৈর্যের পরীক্ষা হবে ও তার ফলে আপনার দক্ষতা ও পারদর্শিতা সামনে উঠে আসবে, বিশেষত আপনি যদি সরকারি চাকুরে হন। আপনার বিশ্লেষক ক্ষমতা আজ আপনাকে সমস্যার সমাধানে সাহায্য করবে।

বৃশ্চিক: কাজের জায়গায় আপনি আপনার প্রতি লোকের দৃষ্টিভঙ্গি পালটাতে চাইবেন। আপনার সহকর্মীরা আপনাকে উদীয়মান পুরুষ-সিংহ হিসাবে দেখে। আপনার চিন্তা ও মতামত কর্মকর্তাদের মুগ্ধ করবে। কিন্তু মাথা ঠাণ্ডা রাখুন ও কোথায় থামতে হবে তা জানুন, এমনকি যখন জিত হচ্ছে তখনও। আজকে আপনাকে সঙ্গী বা প্রিয়তমের সঙ্গে আরও বেশি নমনীয় থাকতে হবে। আপনার ভালো মেজাজ ও স্বাস্থ্যের সাহায্যে আপনি খুবই দ্রুতগতিতে আপনার রুটিন কাজগুলি সম্পন্ন করতে পারবেন।

ধনু: আজকে আপনি সব চিন্তা ও কাজ পরিবারকে নিয়েই করবেন। আপনি প্রিয়তমের সঙ্গেও অসাধারণ সময় কাটাবেন ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রতিপত্তিশালী ব্যক্তিরা আজ আপনাকে সমর্থন করবেন ও বেশি অর্থ উপার্জনে সাহায্য করবেন। আপনি যদি আপনার কাজ/ব্যবসাকে আন্তর্জাতিক করে তুলতে চান, তাহলে আজকেই সঠিক দিন। আপনি বাকি থাকা কাজ ও সেগুলিকে যে প্রাধান্য দিতে হবে সে সম্বন্ধে সচেতন থাকবেন।

মকর: আপনার প্রতিভা ও দক্ষতা দেখানোর এটাই আদর্শ সময়। লক্ষ্য অর্জনের জন্য ও তার জন্য যা যা করতে হবে তা করার জন্য আপনি প্রস্তুত। আপনার প্রয়াস ব্যর্থ হবে না, কেননা তা অবশ্যই ফলপ্রসূ হবে। আপনি বাবসায়ী হলে ব্যবহারিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা কিনা আর্থিক অবস্থার ওপরে অনুকূল প্রভাব ফেলবে। সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজ খুবই ভালো দিন।

কুম্ভ: আজকে আপনি যতটা কাজ করবেন তার থেকে অনেক বেশি আনন্দ করবেন। সকালে আপনি আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করবেন। সন্ধ্যাবেলা, আপনি সেজেগুজে প্রেমাস্পদের সঙ্গে অসাধারণ সময় কাটানোর জন্য প্রস্তুত হবেন। সবসময় মনে রাখবেন আপনি ততটাই পাবেন, যতটা দেবেন। যদিও আপনি আজকে নানা সামাজিক ও কাজ সম্পর্কিত প্রতিশ্রুতি পূরণ করবেন, সেইসব সহকর্মীদের থেকে সাবধানে থাকুন যারা আপনার দক্ষতা নিয়ে ঈর্ষাণ্বিত।

মীন:প্রেম জীবন আনন্দে ভরপুর থাকবে। আজকে আপনি আপনার প্রিয়তম ও পরিবারের সদস্যদের পেছনে প্রচুর অর্থ খরচ করবেন। আপনার এমনিতেই বেহিসাবী খরচের স্বভাব আছে, আজ আপনি আপনার শ্রদ্ধার মানুষদের জন্য অনেক টাকা খরচ করতে পারবেন। আজকে আবেগের দিকটি খুবই গুরুত্ব পেতে পারে। আপনি যেহেতু আজকে আবেগপ্রবণ থাকবেন, কেউ আপনার ভুল ধরিয়ে দিলেল তাতে দুঃখ পাবেন না।

ABOUT THE AUTHOR

...view details