মেষ: পেশাগত জীবনের কারণে হতাশ হয়ে পড়বেন না ৷ তবে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনি খুবই অভিনব উপায়ে আপনার ভালোবাসার কথা প্রকাশ করবেন। জীবনসঙ্গীর থেকে পাওয়া মানসিক সমর্থন আপনার মন গলিয়ে দেবে। কিন্তু আর্থিক দিক থেকে আজ দিনটি গড়পড়তা কাটবে। আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না, কেননা তা আপনার অনুকূলে যাওয়ার সম্ভাবনা নেই।
বৃষ: আপনার সঙ্গীর নিয়ন্ত্রক মানসিকতার কারণে আপনি হয়ত তার সঙ্গে কটু আচরণ করবেন। যা আপনার সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে ৷ তাই প্রণয়ীর কাছে ক্ষমা চেয়ে নিন। আর্থিক ক্ষেত্রে আপনি স্বার্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটু বেশি ভাববেন। আপনার বিনিয়োগ সম্বন্ধে সতর্ক থাকুন ও দম্ভ দেখাবেন না। পেশাগত ক্ষেত্রে হয়ত দলনেতা হিসাবে আপনি আপনার দলের সদস্যদের কাজের দিকে নজর দেবেন। সজাগ থাকুন ও নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখুন, কেননা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন: সাংসারিক বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আপনার ইচ্ছা করবে না ৷ কাজেই প্রেমের জীবন একঘেয়ে মনে হতে পারে। আপনার সঙ্গীকে তুষ্ট করে এমন কাজে যোগদান করুন। আর্থিক বিষয়ের জন্য আজ ভালো দিন। যদিও আর্থিক দিক থেকে দেখলে আপনার দৈনন্দিন নিয়মমাফিক জীবনে মানসিক চাপ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কাজ সামলাতে ও সহকর্মীদের সঙ্গে মানিয়ে নিতে আপনাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হবে। যদিও আপনার রসবোধ তাদেরকে মুগ্ধ করবে।
কর্কট: আপনি হয়ত আপনার প্রণয়ীকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ৷ তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করার উপায় খুঁজবেন। তারাও হয়ত তাতে ভালোই সাড়া দেবেন ৷ তার ফলে রোম্যান্স বাড়বে ৷ দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে। আর্থিক দিক থেকে আজ দিনটি শুভ হতে পারে, কেননা অতীতের কোনও বিনিয়োগ আজ মোটা লাভ নিয়ে আসতে পারে। শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার হয়ত খুব ব্যস্ততা থাকবে। কাজের জায়গায় আরও ভালো করার জন্য আপনার মাথায় প্রচুর নতুন নতুন অভূতপূর্ব চিন্তা ঘুরবে। যৌক্তিক কাজ সম্বন্ধে সহজাত বোধ সাহায্য করতে পারে।
সিংহ: মতপার্থক্যের কারণে সম্পর্কে বাধা পড়বে। মনের মানুষের সঙ্গে থাকার সময় মন দিয়ে তাঁর কথা শুনুন, কেননা তর্ক এড়ানোর এটিই একমাত্র উপায়। ভুল থেকে শিখলে সাবলীল সম্পর্কের দরজা আবার খুলে যাবে। আজ অর্থাগমের স্রোত মন্থর হবে। আজ খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন ৷ কিছুতে ব্যয় করবেন না, না-হলে আপনার সঞ্চিত অর্থে টান পড়বে।
কন্যা: আজ আপনি সহজে সন্তুষ্ট হবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। কাজেই সতর্ক থাকুন। সঙ্গীকে খুশি রাখার জন্য নম্র থাকার চেষ্টা করুন। আপনার তহবিল কমে আসার ফলে আপনি আর্থিক বিষয়ের দিকে মনোযোগ দেবেন। আপনার সহকর্মীরা আজ আপনার সাহায্য চাইতে পারেন। বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আপনার বিশেষজ্ঞের মতামত শুনতে চাইতে পারেন।