গুয়াহাটি, 1 মার্চ: চলতি মাসেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতে পারে ৷ সরকারি সূত্র থেকে এমন খবর সামনে আসার পর আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ও 30টি উপজাতীয় সংগঠন ৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে তাদের তরফে জানানো হয় যে এই আইন তারা মানবে না৷ তাদের আন্দোলন চলতে থাকবে ৷
বৃহস্পতিবার গুয়াহাটিতে আসু এবং 30টি আদিবাসী সংগঠনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় । এর পর আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া-সহ 30টি আদিবাসী সংগঠনের নেতারা সাংবাদিক বৈঠকও করেন ।
সেখানে তাঁরা জানান, সিএএ প্রয়োগের বিরুদ্ধে 4 মার্চ রাজ্যজুড়ে বাইক মিছিল করা হবে । প্রতিটি জেলায় এই বাইক র্যালি করা হবে । একইভাবে যেদিন 'সিএএ' বিধির অনুলিপিগুলি প্রয়োগ করা হবে, সেদিন তা পুড়িয়ে দেওয়া হবে । অন্যদিকে, সিএএ বিধি কার্যকর হওয়ার পরের দিন জেলা সদরে একটি মশাল র্যালি বের করা হবে ।
এই সংগঠনগুলির তরফে আরও জানানো হয় যে আগামী 8 মার্চ অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে ৷ তার আগে সিএএ বিরোধী আন্দোলনের সময় মৃত পাঁচজনের স্মরণে কর্মসূচি নেওয়া হবে ৷ এছাড়াও আগামী 9 মার্চ সকাল 6টা থেকে সন্ধ্য়া 6টা পর্যন্ত 12 ঘণ্টার অনশনও পালন করা হবে । অন্যদিকে, রাজ্যজুড়ে প্রতিটি জেলা সদরে সত্যাগ্রহ অনুষ্ঠিত হবে । তবে কোনও কর্মসূচির সময়সূচি এখনও জানানো হয়নি ৷