পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণাচলে কয়লা খনি এলাকায় 3 কর্মীকে অপহরণ সন্দেহভাজন জঙ্গিদের - Coal Mine in Changlang

Suspected Militants Abducts Three in Arunachal Pradesh: অরুণাচল প্রদেশের চাংলাং জেলার কয়লা খনি অঞ্চল থেকে তিন কর্মীকে অপরহণের অভিযোগ ৷ সন্দেহ করা হচ্ছে এই অপরহণের ঘটনায় স্থানীয় দুই জঙ্গি সংগঠনের হাত রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 11:02 PM IST

তিনসুকিয়া, 18 ফেব্রুয়ারি:অরুণাচল প্রদেশের চাংলাং জেলার কয়লা খনি অঞ্চল থেকে 3 জনকে অপরহণের ঘটনা সামনে এসেছে ৷ জানা গিয়েছে, অপহৃত 3 জন খনি সংস্থার কর্মী ৷ সন্দেহ করা হচ্ছে স্থানীয় জঙ্গি সংগঠন এই অপহরণের পিছনে রয়েছে ৷ মূলত, এনএসসিএন-আইএম ও আলফা-আই ওই তিন কর্মীর অপহরণের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে ৷

রবিবার এনএসসিএন-আইএম ও আলফা-আই জঙ্গি সংগঠনের সদস্যরা খনি সংস্থার 3 কর্মীকে অপরহণ করেছে বলে প্রথম খবর পাওয়া যায় ৷ তাঁদের চাংলাং জেলার ফিনবিরু এলাকার মাংচা বস্তি থেকে অপরহণ করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর ৷ ওই তিন কর্মীর পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, চন্দন নারজারি, লেখক বোরা এবং জ্ঞান থাপা ৷ লেখক বোরা এবং জ্ঞান থাপা অসমের তিনসুকিয়া জেলার লেখাপানি এলাকার বাসিন্দা ৷ অপহৃতরা স্থানীয় দুই কয়লা ব্যবসায়ী শিবু সরকার এবং রঞ্জিত থাপার হয়ে কাজ করতেন ৷

জানা গিয়েছে, খবর পেয়ে তিনসুকিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাসের নেতৃত্বে অসম পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁরা অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে অপহৃত তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ৷ পুলিশ প্রশাসন সন্দেহ করছে, উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠন আলফা ইন্ডিপেন্ডেন্ট এবং এনএসসিএন যৌথভাবে কয়লা খনি অঞ্চলের ওই তিন কর্মীকে অপহরণ করেছে ৷ তবে, ওই দুই জঙ্গি সংগঠনের তরফে এখনও এই অপরহণের ঘটনায় কোনও দায়স্বীকার করা হয়নি ৷ পুলিশের এও সন্দেহ কয়লা ব্যবসায়ী শিবু সরকার এবং রঞ্জিত থাপার থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে, তাঁদের তিন কর্মীকে অপরহণ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. কেএলও জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক
  2. উত্তর পশ্চিম পাকিস্তানের থানায় জঙ্গি হামলা, নিহত অন্তত 10
  3. পুলওয়ামা জঙ্গি হামলার পাঁচ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

ABOUT THE AUTHOR

...view details