উত্তরপ্রদেশের পিলিভিটে এনকাউন্টারে খতম 3 খালিস্তানি জঙ্গি ৷ নিহতদের কাছ থেকে দুটি AK-47 রাইফেল, দু'টি Glock পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।
উত্তরপ্রদেশ এনকাউন্টারে নিহত 3 খালিস্তানি জঙ্গি (ইটিভি ভারত)
পিলিভিট(উত্তরপ্রদেশ), 23 ডিসেম্বর:উত্তরপ্রদেশের পিলিভিটে এনকাউন্টার ৷ পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এনকাউন্টারে নিহত 3 খালিস্তানি জঙ্গি ৷ পঞ্জাবের গুরদাসপুরে একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত ছিল নিহত 3 জঙ্গি ৷ নিহতদের কাছ থেকে 2টি AK-47 রাইফেল, 2টি Glock পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷
ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানান, এলাকায় এই 3 জঙ্গির লুকিয়ে থাকার খবর দেয় পঞ্জাব পুলিশ ৷ সেই খবর অনুযায়ী, সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ অভিযানের নেতৃত্বে ছিলেন, পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে ৷ প্রথমে নিহতদের আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু, পুলিশি নির্দেশ অমান্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পুলিশের গুলিতে 3 জনের মৃত্যু হয় ৷ জঙ্গিদের গুলিতে আহত হন দুই পুলিশ কনস্টেবল ৷
পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে (ইটিভি ভারত)
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হল গুরবিন্দর সিং (25), বিরেন্দর সিং ওরফে রবি (23) এবং জসপ্রিত সিং ওরফে প্রতাপ সিং (18) ৷ তারা সকলেই গুরদাসপুরের বাসিন্দা ৷ পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের (কেজেডএফ) সদস্য বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, পঞ্জাব পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় ছিল তারা ৷ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব ৷
ঘটনা প্রসঙ্গে পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে বলেন, "জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিই আমরা ৷ পুরানপুর এলাকায় পুলিশি নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয় ৷" তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত রয়েছে বলে জানান এসপি পাণ্ডে ৷
নিহতদের কাছ থেকে উদ্ধার প্রচুর অস্ত্র (ইটিভি ভারত)
সেই সঙ্গে তিনি বলেন, "জঙ্গিদের গুলিতে 2 কনস্টেবল আহত হয়েছেন ৷ এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের ৷ নিহতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ একটি চুরি যাওয়া বাইকও উদ্ধার করা হয়েছে ৷"