পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সোমবার ভাগ্য় খুলবে কাদের? জানুন রাশিফলে - Daily Horoscope in Bengali - DAILY HOROSCOPE IN BENGALI

Today's Horoscope in Bangla: সপ্তাহের প্রথমদিনের রাশিফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগও ৷ এছাড়াও ধনদেবী কোন কোন রাশির ওপর সহায় হবেন? আর কারাই বা সমস্যায় জড়াবেন, তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
রাশিফল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 5:30 AM IST

মেষ: আপনার প্রেয়সীর সঙ্গে থাকার সময়েও হয়তো আপনি হৃদয়ঘটিত বিষয়কে দূরে সরিয়ে রাখবেন, কেননা কাজের চিন্তায় আপনার মাথা ভরে থাকবে। কিন্তু আপনার সঙ্গীর সমর্থন পাওয়ায় আপনি চাপমুক্ত হবেন। আর্থিক ক্ষেত্রে আপনার আয় বাড়ানোর আকাঙ্খার জন্য মানসিক চাপে ভুগবেন। পেশাগত দিকে কঠোর পরিশ্রমের প্রশ্নগসা পাওয়ায় আপনি উজ্জীবিত বোধ করবেন। আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে অবস্থান সাফল্যের গ্যারান্টি না-দিলেও, ধৈর্য্য ধরে থাকলে সবই হয় ৷

বৃষ: আজকের দিনে আপনি প্রচুর টাকা উপার্জন করে টাঁকশাল করে ফেলতে পারেন! নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে। আপনার সমস্ত প্রচেষ্টার সুফল পেতে দেখে আপনি অত্যন্ত সুখী অনুভব করবেন। আজ আপনি আপনার কর্মোদ্যম জমিয়ে রাখতে চাইবেন। এটা আপনাকে জীবনের অন্য ক্ষেত্রে আরও ভালো ফলাফল এনে দিতে সাহায্য করবে। আপনার পক্ষে ভালো হবে যদি আপনি নিজের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে নিজের কঠোর পরিশ্রম বজায় রাখেন। আপনার সহকর্মীরা আপনাকে ঈর্ষা করতে পারে।

মিথুন: প্রেম জীবন শান্তিপূর্ণ থাকবে। রোমান্টিক কথোপকথন আপনার আবেগকে জাগিয়ে তুলবে। আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ প্রশস্ত হবে। আর্থিক চাপের কারণে আপন হয়ত খুব ভালো কাজ করতে পারবেন না। অকারণ চিন্তা করা থেকে বিরত থাকুন ও আগামী দিন যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করুন। অফিসে মেজাজের ওঠানামার কারণে সমস্যা হবে। আজকে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই ঘটবে না, সব মিলিয়ে একটি গড়পড়তা দিন কাটবে। আজকের দিনে নিজের দায়িত্বগুলি থেকে পালাবেন না।

কর্কট:প্রেমের ক্ষেত্রে আপনার জন্য অসাধারণ কোনও সংবাদ অপেক্ষা করছে। প্রিয়তমকে মুগ্ধ করার নতুন নতুন উপায় ভাবতে পারেন, এরকম সম্ভাবনা আছে। যারা সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ, তারা বিবাহ করতে পারেন। ব্যবহারিক পন্থা আপনাকে আর্থিক বিষয় নিয়ে নিশ্চিত করতে পারে। আপনি আপনার উপার্জনের একটি বিশাল অংশ সঞ্চয় করতে পারবেন। কর্মক্ষেত্রে মতবিরোধ এড়ানোর জন্য আপনাকে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত মেনে নিতে হতে পারে। যদিও এই পর্যায়টি সাময়িক, শীঘ্রই আপনি শক্তি ও উদ্যম ফিরে পাবেন।

সিংহ: আজকে রোমান্সের দিন ও আপনি তা সম্পূর্ণ উপভোগ করবেন। আপনার সাহসিকতা আপনার প্রিয় মানুষটির বাসনা জাগিয়ে তুলবে, ফলে প্রেমের ক্ষেত্রে আপনি মুখ্য ভূমিকা নেবেন। আর্থিক অবস্থা ভালো থাকায় আপনি আজকে বেশি খরচ করতে প্ররোচিত হবেন। আশাবাদী থাকুন, কেননা সামনে আপনার জন্য আরো বাহ্লো দিন আসছে। অফিসে আপনি আরো বেশি পরিশ্রম করবেন, ফলে কর্মব্যস্ত পরিস্থিতি তৈরি হবে। আপনার রাগের ওপরে নিয়ন্ত্রণ রাখুন ও ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধে যাবেন না, নইলে অকারণ বিবাদে জড়িয়ে পড়বেন।

কন্যা: মনের ভাব মুখে প্রকাশ করার জন্য আজ ভালো দিন। আপনি হয়তো আপনার প্রিয় মানুষের সঙ্গে কোনও সুন্দর জায়গায় যাওয়ার পরিকল্পনা করবেন। পেশায় যুক্ত ব্যক্তিরা ভবিষ্যতের অগ্রগতি নিয়ে ভালো খবর পাবেন, এছাড়াও তাদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনি উদ্ভাবনী পরিকল্পনা ও ধারণা ভেবে বার করবেন, ফলে সংস্থার সঙ্গে আপনার মজবুত সম্পর্ক গড়ে উঠবে। গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব হাতে নেওয়ার ফলে আপনার চিন্তাভাবনাও পরিণত হয়ে উঠবে।

তুলা:প্রেম জীবন নীরস মনে হতে পারে ও তাকে আবার চাঙ্গা করে তোলার জন্য আপনাকে অন্যরকম নতুনকিছু ভেবে বার করতে হবে। যদিও আপনার মনোরঞ্জক স্বভাব সম্পর্কটিকে আবার সঙ্গতিপূর্ণ করে তুলতে সাহায্য করবে। আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীরা পুরনো স্টক থেকে ভালো লাভ পেতে পারেন, যা কিনা তাদের এমনিই হস্তান্তরিত করতে হতো। আজকের দিনে বিনিয়োগ করবেন না। পেশাগত জীবন নীরস ও নিস্তেজ হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে এতে লেগে থাকতে হবে। যদিও, সহকর্মীদের সাহায্যে কাজ মসৃণভাবেই চলবে।

বৃশ্চিক:আপনার সঙ্গীর ওপরে কর্তৃত্ব ফলানোর প্রবণতা আছে। সঙ্গীর জন্য কিছুটা জায়গা ছেড়ে দিতে শিখলেই কেবলমাত্র আপনার প্রেম জীবন নিরাপদ হতে পারে। সঙ্গতিপূর্ণ সম্পর্ক বজায় রাখলে আপনার জীবনসঙ্গী খুশি হবেন। আর্থিক ক্ষেত্রে কোনওভাবেই এরকম প্রচুর খরচ করবেন না, যা নিয়ে পরে আফসোস হতে পারে। কেননা আজকের দিনে উপার্জনের সম্ভাবনা কম ও খরচের সম্ভাবনা সাধারণত যা হয়ে থাকে, সেরকমই। পেশার ক্ষেত্রে বিষয়গুলি আপনার অনুকূলে যেতে পারে। আত্মবিশ্বাসী হওয়া ও অতীতের ভুল থেকে শেখা, এই দুইয়ের সাহায্যে সাফল্য অর্জন করতে পারবেন।

ধনু:পরিবার আপনার থেকে বেশি সময় দাবি করায় ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আপনার সঙ্গী উপেক্ষিত বোধ করবেন, কাজেই তার দাবি মেটানোও মুশকিল হয়ে দাঁড়াবে। আজ আপনি যাই করবেন তাই ফলদায়ক হবে ও সন্তোষজনক ফলাফল দেবে, কাজেই আপনি আর্থিক সাফল্যের স্বাদ পাবেন। পেশার ক্ষেত্রে আপনি সেরাটা দিতে চাইবেন ও বেশি পরিশ্রম করবেন ও অফিসে বেশিক্ষণ থেকে গিয়ে জমে থাকা কাজ শেষ করবেন। ভবিষ্যতে আপনার এই প্রয়াসের ভালো ফল পাওয়া যেতে পারে।

মকর:আপনার প্রিয়তমের যদি আপনাকে আত্মকেন্দ্রিক মনে হয় তাহলেও হতাশ হবেন না। যদিও, আপনি যদি যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে ও সেই অনুযায়ী কাজ করতে শেখেন তাহলে সবকিছুই মসৃণভাবে চলবে। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা ও সংগঠিত করার সময়ে আপনি প্রবল আত্মবিশ্বাসী থাকবেন। আপনার দক্ষ পরিচালন ক্ষমতা আর্থিক সমস্যাগুলি সহজেই সামলাতে সাহায্য করবে। অফিসে নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার চাপ থাকবে। ধৈর্য্য ধরে থাকুন, কেননা আগামী দিনে আপনার কঠোর পরিশ্রম অসাধারণ ফল নিয়ে আসবে।

কুম্ভ: প্রেমের জীবনে চ্যালেঞ্জ আসতে পারে। আপনাকে হয়তো আপনার সঙ্গীর প্রয়োজনের দিকে মনোযোগ দিতে হবে। সম্পর্কে সঙ্গতি বজায় রাখার জন্য যা যা করা সম্ভব, তা অবশ্যই করুন। আজকের দিনে আর্থিক ক্ষেত্রে কিছু উদ্বেগ দেখা দেবে। টাকা আসবে কিন্তু আজকের নক্ষত্রের অবস্থান অনুসারে আপনাকে সমালোচনা মনোভাব থেকে দূরে থাকতে হবে। কাজের জায়গায় চুপচাপ থাকুন। আজকের দিনে বেশি সতর্ক থাকুন, কেননা কঠিন চ্যালেঞ্জগুলি আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে।

মীন: আপনার প্রণয়ী প্রচুর খুশি ও আনন্দে আপনার মন ভরিয়ে দেবেন, কাজেই প্রেম জীবন শান্ত ও শান্তিপূর্ণ থাকবে। আজকের দিনে আপনার প্রিয় মানুষের সঙ্গে হাসিখুশি কথাবার্তার প্রত্যাশা করতে পারেন। জমায়েতের বন্দোবস্ত করা ও পার্টি দেওয়ার জন্য আজকের দিনটি ভালো, যদিও তাতে আপনার প্রচুর খরচ হবে! এর থেকে বোঝা যাচ্ছে যে আর্থিক দিক থেকে আজকের দিনটি সন্তোষজনক হবে। পেশাগত জীবন মসৃণ কাটবে। আপনার পরিশ্রম ও নিষ্ঠার জন্য আপনি সহকর্মী ও ঊর্ধতনদের প্রশংসা পাবেন।

ABOUT THE AUTHOR

...view details