মেষ:খুবই গড়পড়তা দিন। কাজ নিজস্ব ছন্দে এগোবে, উন্নতিও হবে। কিন্তু খুবই সাধারণ দিন। নিজের মতো করে দিন কাটান ৷ ছবি আঁকুন ও গ্রিন টি-তে চুমুক দিন। দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন। পরিকল্পনা সেখান থেকেই আকার পায়। আপনার প্রেম জীবন আজ অত ভালো নাও হতে পারে। আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন ৷ যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে। এই আচরণ আজ আপনাদের মধ্যের সম্পর্কে প্রভাব ফেলবে।
বৃষ: খুব সম্ভবত আপনি আপনার প্রিয়তমের সঙ্গে কোনও অলঙ্ঘনীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ আপনি রুটিন কাজ ভালোই সামলাতে পারবেন। আপনার সৃজনী শক্তি উচ্চতার শিখরে থাকবে ৷ কাজেই আপনার মেজাজও ভালো থাকবে। আপনি কিছু পরিকল্পনা করতে চাইবেন। আপনি যদি শেয়ার বাজারে এখনও বিনিয়োগ না করে থাকেন, তবে আজ তা করার সঠিক দিন। ভাগ্য আপনার সহায়, ফলে আপনি সফল হবেন।
মিথুন: আপনি সম্ভবত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করবেন ৷ সম্ভবত কোনও বেসরকারী উদ্যোগ থেকে অর্থ লাভ হতে পারে । আজ দিনটি কোষাধ্যক্ষ, মহাজন ও খুচরো ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক হবে। সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকুন। প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো যাবে। আপনি প্রিয়তমের সঙ্গে বেশি সময় কাটাবেন। এই ঘনিষ্ঠতা আপনাকে আরও আনন্দ দেবে। আপনি যদি বিবাহিত না হন, তাহলে শীঘ্রই বিয়ে করতে বা বাগদান করতে চাইবেন।
কর্কট: ব্যক্তিগত জীবনে যে সকল সমস্যা ভিড় করে আছে, আজ আপনি সেগুলির দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। সমস্যাগুলিকে অঙ্কুরেই বিনষ্ট করার আপনার যে ক্ষমতা আপনার ব্যক্তিগত জীবন ধরে রাখতে সাহায্য করেছে। আর আজ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার জন্য এই দক্ষতা ব্যবহার করতে হবে। আজ আপনার প্রেম জীবন একটু ক্ষতিগ্রস্থ হবে। আপনার মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে থাকবে, যা কিনা ভালো ব্যাপার।
সিংহ:আজ আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। যারা কাজকে গুরুত্ব দেন তাঁরা সহজেই আজ দিনটি পার করতে পারবেন। আপনাকে নিজের মেজাজ সম্বন্ধে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে। সম্ভবত আপনার আর্থিক বিষয়ে অন্যদের অবদান থাকবে। পরিবারের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।
কন্যা: নতুন ব্যবসার উদ্যোগ নেওয়ার জন্য আজ দিনটি খুবই ভালো। যেসব প্রকল্পগুলি সরিয়ে রাখা আছে সেগুলি শেষ হবে। আসন্ন সপ্তাহের দিকে তাকিয়ে আপনি নিজের উদ্যমকে চাঙ্গা করতে চাইবেন। জমায়েতগুলি খুবই মজার ও মনোরঞ্জক হবে। আপনার বাচ্চারা খুশি ও গর্বের কারণ হবেন ৷ ফলে মন আরও ভালো হয়ে উঠবে। কাজের রুটিন ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি আরেকটু ভারসাম্য আনতে চাইবেন।