নয়াদিল্লি, 2 মে: ভোটের আবহে চাকরি খোয়ালেন 200 জনেরও বেশি কর্মচারী ৷ দিল্লি মহিলা কমিশনের 223 জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ৷ অভিযোগ, এই কর্মচারীদের নিয়োগ করার সময় ডিডব্লিউসি-র চেয়ারপার্সন ছিলেন স্বাতী মালিওয়াল ৷ তিনি নিয়ম বিরুদ্ধভাবে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে এই নিয়োগ করেছেন ৷ তাই এই 223 জনের চাকরি বাতিল করলেন ভিকে সাক্সেনা ৷ এই অর্ডারে জানানো হয়েছে, দিল্লি মহিলা কমিশনের শুধুমাত্র 40টি নিয়োগ বৈধ ৷ কমিশন চুক্তির ভিত্তিতে কর্মচারী নিয়োগ করতে পারে না ৷
স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ৷ এবছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে ৷ এরপর স্বাতী ডিসিডব্লিউ-র চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেয় ৷ তিনি গত 9 বছর ধরে ডিসিডব্লিউ-র চেয়ারপার্সন পদে ছিলেন ৷ কিন্তু তিনি চলে যাওয়ার পর এই মুহূর্তে পদটি খালি রয়েছে ৷ প্রাক্তন চেয়ারপার্সন স্বাতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়ম না মেনে 223 জনকে নিয়োগ করেছিলেন ৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়েছিল ৷