পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

LOK SABHA SESSION LIVE UPDATES: শপথ নিলেন বাংলার অভিষেক থেকে অভিজিৎ, অনুপস্থিত দেব - FIRST SESSION OF 18th LOK SABHA - FIRST SESSION OF 18TH LOK SABHA

18TH LOK SABHA FIRST SESSION
সংসদের বিশেষ অধিবেশন শুরু আজ (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:16 AM IST

Updated : Jun 25, 2024, 6:07 PM IST

শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ বেলা 11টায় অধিবেশন শুরু হতেই তরজা শুরু হয় স্পিকার পদে নির্বাচন নিয়ে ৷ রীতি মেনে ডেপুটি স্পিকার পদ চেয়ে না-পাওয়ায় বেলা 12টা নাগাদ স্পিকার পদপ্রার্থী হিসেবে বিরোধী জোটের তরফে মনোনয়ন জমা দেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ এনডিও জোটের তরফে মনোনয়ন দিয়েছেন ওম বিড়লা ৷ যা নিয়ে তরজা চলছে ৷ বেলা 2টো 15 পর্যন্ত মুলতুবি করা হয়েছে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷

LIVE FEED

6:05 PM, 25 Jun 2024 (IST)

সংসদে আজকের মতো মুলতুবি

  • মুলতুবি হল সংসদ ৷ বুধবার সকাল 11টা থেকে অধিবেশন শুরু হবে ৷ এদিন লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ৷

6:02 PM, 25 Jun 2024 (IST)

হুইপ জারি করল কংগ্রেস

হুইপ জারি করল কংগ্রেস ৷ আগামিকাল, 26 জুন সংসদে লোকসভা অধ্যক্ষ নির্বাচন হবে ৷ তাতে সব কংগ্রেস সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেস ৷

5:59 PM, 25 Jun 2024 (IST)

শপথ নিলেন বাংলার মহুয়া-ইরফান-জুন-রচনা-অভিষেক

  • পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইরফান পাঠান, মহুয়া মৈত্র, সৌমেন্দু অধিকারী ৷ ঘাটালের সাংসদ দেব অনুপস্থিত ছিলেন ৷
শপথ নিলেন মহুয়া মৈত্র, ইরফান পাঠান (ছবি সৌজন্য: লোকসভা টিভি)

5:11 PM, 25 Jun 2024 (IST)

শপথ বাক্য পাঠ করে 'জয় প্যালেস্তাইন' বললেন ওয়াইসি

  • শপথ বাক্য পাঠ করে শেষে 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বললেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "অন্য সবাই অনেক কিছু বলছেন ৷ আমি বলেছি 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বলেছি ৷ কী ভুল বলেছি ? সংবিধানে কিছু বলা আছে ?"

4:29 PM, 25 Jun 2024 (IST)

সংবিধান হাতে শপথ রাহুলের

  • লাল রঙের সংবিধান হাতে সাংসদ হিসেবে শপথ নিলেন রাহুল গান্ধি ৷ এবারের নির্বাচনে তিনি কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছিলেন ৷ দু'টি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন ৷ গতকাল তিনি ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন ৷ দক্ষিণের এই কেন্দ্রটি থেকে প্রার্থী হবেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

4:13 PM, 25 Jun 2024 (IST)

কে সুরেশ অধ্যক্ষ পদপ্রার্থী, জানেই না তৃণমূল

  • বিরোধী 'ইন্ডিয়া' শিবির কংগ্রেস সাংসদ কে সুরেশকে লোকসভার অধ্যক্ষ প্রার্থী করেছে ৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, "এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ৷ কোনও আলোচনাও হয়নি ৷ দুর্ভাগ্যবশত, এটি একক সিদ্ধান্ত ৷"

1:23 PM, 25 Jun 2024 (IST)

2টো 15 পর্যন্ত মুলতুবি অধিবেশন

বেলা 2টো 15 মিনিট পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হল লোকসভার অধিবেশন ৷ মুলতুবির পর অধিবেশন শুরু হলে শপথ গ্রহণ করবেন বাকি সাংসদরা ৷ স্পিকার নির্বাচন নিয়ে তরজা চলছেই ৷

12:46 PM, 25 Jun 2024 (IST)

স্পিকার পদে মনোনয়ন নিয়ে মুখ খুললেন কে সুরেশ

স্পিকার পদে তাঁর মনোনয়ন পেশ ঘিরে উত্তাল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ এ ব্য়াপারে কে সুরেশ নিজে বলেন, "এটা সম্পূর্ণই আমার দলের সিদ্ধান্ত, আমার নয় ৷ শাসক শিবির থেকে স্পিকার এবং বিরোধী শিবির থেকে ডেপুটি-স্পিকার, এটা লোকসভার রীতি ৷ কিন্তউ ওরা আমাদের সেই পদ দিতে রাজি ছিল না ৷ আমরা বেলা 11টা 50 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি কিন্তু কোনও সাড়া মেলেনি ৷"

12:21 PM, 25 Jun 2024 (IST)

কে সুরেশের মনোনয়নে ক্ষুব্ধ এনডিএ

বিরোধীদের স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশ মনোনয়ন জমা দেওয়ায় ক্ষুব্ধ এনডিএ ৷ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, "এটা কোনও রাজনৈতিক দলের নির্বাচন নয় ৷ এটা পুরো ভবনের নির্বাচন ৷ স্বাধীনতার পর স্পিকার পদে নির্বাচন হয়েছে বলে আমার মনে পড়ে না ৷ বিরোধীরা যা করছে সেটা সঠিক নয় ৷ নির্বাচন হলেও ওম বিড়লা-ই জিতবেন ৷"

12:04 PM, 25 Jun 2024 (IST)

স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা

এনডিএ'র ওম বিড়লার পাশাপাশি বিরোধী জোটের তরফে স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা ৷

11:57 AM, 25 Jun 2024 (IST)

মোদি-সাক্ষাতে ওম বিড়লা

এনডিএ'র স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত সারলেন ওম বিড়লা ৷ দুপুরের মধ্যেই সম্পন্ন হবে স্পিকার পদে মনোনয়ন প্রক্রিয়া ৷

11:26 AM, 25 Jun 2024 (IST)

ডেপুটি-স্পিকার ইস্যুতে সুর চড়ালেন অখিলেশ-ও

রাহুল গান্ধির পর ডেপুটি-স্পিকার চেয়ে সুর চড়ালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-ও ৷ তিনি জানান, বিরোধীরা চাইছে ডেপুটি-স্পিকার পদ এবং সেটাই হওয়া উচিত বলে মনে করেন অখিলেশ ৷

11:16 AM, 25 Jun 2024 (IST)

ডেপুটি-স্পিকার চাইল 'ইন্ডিয়া'

স্পিকার পদে কোনও প্রার্থী না-দেওয়া প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "আমরা রাজনাথ সিংকে জানিয়েছি আমরা তাঁদের স্পিকার পদপ্রার্থীকে সমর্থন জানাব, তবে একটাই শর্তে ৷ তা হল প্রথা মেনে বিরোধীদের জন্য ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দিতে হবে ৷"

11:09 AM, 25 Jun 2024 (IST)

শুরু হল অধিবেশনের দ্বিতীয় দিন

শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ স্পিকার পদে এনডিএ'র প্রার্থী ফের ওম বিড়লার ৷ বিরোধিতা করবে না জানাল ইন্ডিয়া জোট ৷

6:23 PM, 24 Jun 2024 (IST)

কাল স্পিকার নির্বাচন

শাসক-বিরোধী পক্ষের নেতাদের শপথ গ্রহণের পর সোমবার মুলতুবি হল লোকসভা ৷ মঙ্গলবার সকাল 11টা থেকে ফের শুরু হবে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷ আগামিকাল লোকসভার দিকে নজর থাকবে গোটা দেশের ৷ তার কারণ স্পিকার নির্বাচন ৷ আগামী পাঁচ বছরের জন্য লোকসভা পরিচালনার ভার কার উপর থাকবে তা জানতে আগ্রহী দেশ ৷

6:22 PM, 24 Jun 2024 (IST)

262 জন সাংসদের শপথ

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথমদিন সাংসদ হিসেবে শপথ নিলেন 262 জন ৷ দ্বিতীয়দিন শপথ নেবেন বাকিরা ৷

11:44 AM, 24 Jun 2024 (IST)

কেন্দ্রের বাংলা বঞ্চনা বন্ধ হোক, বললেন কীর্তি আজাদ

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তা এবার শেষ হওয়ার সময় এসেছে ৷ অধিবেশনে যোগ দেওয়ার আগে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ ৷

11:39 AM, 24 Jun 2024 (IST)

মোদিকে তোপ খাড়গের

ইমার্জেন্সি ঘোষণা না-করেই ইমার্জেন্সির মতো কাজ করে চলেছেন ৷ সংসদ চত্বরে নরেন্দ্র মোদিকে এই ভাষায় তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

11:34 AM, 24 Jun 2024 (IST)

একে একে শপথ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের

মোদি-রাজনাথ-শাহদের পর একে একে সাংসদ হিসেবে শপথ নিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ৷ শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী, জিতনরাম মাঝি, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধানরা ৷

11:27 AM, 24 Jun 2024 (IST)

প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে

প্রোটেম স্পিকার নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূল ৷ ভর্তৃহরি মহতাবের নির্বাচন হয়েছে সংবিধানকে উপেক্ষা করে ৷ সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নিয়ে জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি'র সংবিধানকে ধ্বংস করার যে প্রয়াস, আমরা তার বিরোধিতা করছি ৷

11:18 AM, 24 Jun 2024 (IST)

সাংসদ হিসেবে শপথ রাজনাথ-শাহর

নরেন্দ্র মোদির পর সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং, অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর ৷

11:11 AM, 24 Jun 2024 (IST)

সংসদের বাইরে এখনও চলছে বিক্ষোভ

সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভে সামিল কংগ্রেসের সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা ৷ সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদারও

11:06 AM, 24 Jun 2024 (IST)

শপথ নিলেন মোদি

শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন ৷ শুরুতেই সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি ৷

10:59 AM, 24 Jun 2024 (IST)

বিক্ষোভে 'ইন্ডিয়া' জোট

অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদের গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন ৷ সংবিধান হাতে বিক্ষোভে 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷

10:34 AM, 24 Jun 2024 (IST)

অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখছেন মোদি

গণতন্ত্রের জন্য আজকের দিনটি গৌরবের ৷ অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

10:16 AM, 24 Jun 2024 (IST)

রওনা হলেন খাড়গে

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে রওনা হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সংসদে পৌঁছলেন রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ ৷

10:05 AM, 24 Jun 2024 (IST)

শপথ নিলেন প্রোটেম স্পিকার

সংসদের অধিবেশন শুরুর আগে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন বিজেপি'র ভর্তৃহরি মহতাব ৷ তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Last Updated : Jun 25, 2024, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details