- 1975 সালের 25 জুন দেশজুড়ে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ এর সমালোচনা করলেন রাষ্ট্রপতি মুর্মু ৷
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে জরুরি অবস্থার নিন্দা থেকে নিট ইস্যু - LOK SABHA SESSION 2024 - LOK SABHA SESSION 2024
Published : Jun 27, 2024, 10:38 AM IST
|Updated : Jun 27, 2024, 2:38 PM IST
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশেনের চতুর্থদিন আজ ৷ রীতি মেনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়েই সূচনা হল যৌথ অধিবেশনের ৷ এদিন রাষ্ট্রপতিকে সংসদে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভাষণের শুরুতে তৃতীয়বার মোদি সরকারের প্রশংসা রাষ্ট্রপতির গলায় ৷
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণের শুরুতে নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানান ৷ দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে বিজেপি সরকারের ভূমিকা, আসন্ন বাজেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উঠে আসে তাঁর বক্তৃতায় ৷ নিট-নেট-সহ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁসের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি ৷ তিনি আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার এর তদন্তে বদ্ধপরিকর ৷ দোষীরা যাতে কঠিনতম সাজা পায়, তা নিশ্চিত করবে সরকার ৷ 1975 সালের 25 জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা করেন তিনি ৷
LIVE FEED
জরুরি অবস্থার কড়া নিন্দা করলেন রাষ্ট্রপতি মুর্মু
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চস্তরীয় তদন্ত হচ্ছে
সর্বভারতীয় পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁস এবং বেনিয়মের ঘটনায় উচ্চস্তরীয় তদন্ত করা হচ্ছে ৷ এই বিষয়গুলির নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, জানালেন রাষ্ট্রপতি মুর্মু ৷ "সরকারের নিয়োগ পরীক্ষা এবং অন্য পরীক্ষাগুলিতে পবিত্রতা, স্বচ্ছতা অবশ্যই থাকতে হবে", ভাষণে বললেন রাষ্ট্রপতি ৷
রাষ্ট্রপতির ভাষণে সিএএ ইস্যু
"সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতায় শরণার্থীদের ভারতের নাগরিকত্ব প্রদান করছে", রাষ্ট্রপতি ৷
গ্রামগুলিকে যুক্ত করতে 3 লক্ষেরও বেশি রাস্তা তৈরি
- "কেন্দ্রীয় সরকার পিএম গ্রামীণ সড়ক যোজনার আওতায় দেশজুড়ে গ্রামে গ্রামে 3 লক্ষ 80 হাজার রাস্তা তৈরি করেছে", রাষ্ট্রপতি মুর্মু ৷
বিকশিত ভারত প্রকল্পের প্রশংসা মুর্মুর ভাষণে
"বিকশিত ভারতের সংকল্পে বিশ্বাস রেখেছে মানুষ", ভাষণে বললেন রাষ্ট্রপতি মুর্মু ৷
সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ
সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ জম্মু-কাশ্মীরে রেকর্ড ভোটদানের কথা তাঁর গলায় ৷
সংসদ ভবনের পথে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনের পথে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কনভয় ৷ কিছুক্ষণের মধ্যেই সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন তিনি ৷
সেঙ্গলে সরব সমাজবাদী পার্টি
রাজদণ্ডের প্রতীক 'সেঙ্গল' ৷ তা অবিলম্বে সরিয়ে সংসদ ভবনে সংবিধানের রেপ্লিকা তৈরি করা উচিৎ ৷ এমনই মন্তব্যে সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরি ৷
সংসদ চত্বরে প্রতিবাদে আপ
দিল্লি মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির দাবিতে সংসদ চত্বরে প্রতিবাদ দেখাচ্ছেন আপ সাংসদরা ৷ রাষ্ট্রপতির ভাষণ বয়কটও করতে পারেন তাঁরা ৷