সালেম(তামিলনাড়ু), 27 ফেব্রুয়ারি:16 বছর বয়সি নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্টের অভিযোগ ৷ তামিলনাডুর সালেমের ঘটনা ৷ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত চার নাবালক ৷ চার কিশোরকেই আদালতে তোলা হয় ৷ আদালতে তাদের সরকারি হোমে পাঠিয়েছে । এছাড়াও সোশাল মিডিয়ায় পোস্ট করা মেয়েটির ভিডিয়ো মুছে ফেলার ব্যবস্থা করেছে সালেম সাইবার ক্রাইম পুলিশ ।
অভিযোগ, কয়েকদিন আগে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই কিশোর নাবালিকাকে হুমকি দেয় এবং শ্লীলতাহানি করে ৷ আতঙ্কিত হয়ে মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ তখন নাবালকরা মেয়েটিকে ধাওয়া করে একটি মিনি টেম্পোতে তুলে নিয়ে যায় । এরপর দুই কিশোর নাবালিকাকে গণধর্ষণ করে এবং ফোনে ঘটনার ভিডিয়ো করে ৷ এরপর সেই ভিডিয়ো কিশোরেরা তাদের দুই বন্ধুকে পাঠায় ৷ তারপর তাদেরও ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে দুই কিশোর এবং পরে ওই চারজন মিলেই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । এখানেই তারা ক্ষান্ত হয় না, মোবাইলে রেকর্ড করা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করে চার কিশোর ।