পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বছরের শুরুতেই আর্থিক দিকে নজর দেওয়া প্রয়োজন কর্কটের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে - horoscope in Bnagla - HOROSCOPE IN BNAGLA

Daily horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Daily horoscope
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 6:00 AM IST

মেষ: আপনি সৃজনশীল ৷ আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা প্রামাণিত হবে ৷ তার ফলে আপনি সফল হবেন। আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু এত বেশি কাজ হাতে নেবেন না, যা সামলানো অসম্ভব। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন ৷ পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন। আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব ৷ আপনার ও আপনার ভালোবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে আত্মাকে পুনর্জীবন দান করুন। আর্থিক দিক থেকেও আজ আপনি অনেক উঁচুতে লক্ষ্য স্থির করবেন ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।

বৃষ: কেনাকাটা করার সময়, আজ অনিবার্য অর্থ ব্যয় আটকানো আপনার জন্য কঠিন হবে। আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না ৷ আজ যদি কেউ আপনাকে হুকুম করতে যায়, তবে তার খুবই সমস্যা হবে। বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজ বিরাট অর্থ খরচ করবেন ৷ উদারচিত্তে খরচ করার থেকেও বেশি। স্পষ্ট মাথায়, আপনি পদ্ধতি মেনে ও সুবিবেচিত উপায়ে কাজ করবেন ৷ যাতে কর্মক্ষেত্রেও উচ্চমানের কাজ কারার চেষ্টা করবেন ।

মিথুন: আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। দ্বিতীয় স্থানে থাকা কি, তা আপনি জানেনই না। সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া, আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে। সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে ৷ যা কিনা আপনাকে উন্নতিতে সাহায্য করতে পারে। আপনি নতুন বিষয়ও পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রেও আজ দিনটি আপনার জন্য একইরকম ভালো। সব মিলিয়ে আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন।

কর্কট: আপনি আর্থিক দিকেও মনোযোগ দেবেন ৷ সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। খরচের তুলনায় আপনি বেশি অর্থ সঞ্চয় করবেন। কোষাধ্যক্ষ, মহাজন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন। ব্যক্তিগত জীবনে প্রেম বাড়বে ৷ রোম্যান্টিক সন্ধ্যা প্রমের জন্য আদর্শ ৷ আজ আপনি অপব্যয়ী হবেন ৷ আপনার কষ্টার্জিত অর্থ অবিবেচকের মতো খরচ করে ফেলবেন ৷ যার ফলে আপনার পকেটে বেশ ভালোরকম টান পড়বে।

সিংহ:আপনার সহযোগী ও অমায়িক স্বভাব লোকজনকে প্রভাবিত করবে। আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন। আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আপনার উপার্জন বাড়তে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ আজ দিনটির সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। আজ কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা কুড়োবেন।

কন্যা: ব্যক্তিগত কাজের ব্যস্ততা আপনার পেশাদারী মনোভাবকে ঢেকে দেবে। সরাসরি সমস্যাগুলির সম্মুখীন হয়ে সেটার সমাধান করুন। আবেগজনিত বিষয়ে আটকে যাবেন না ৷ বিশেষত সন্ধ্যার দিকে তুচ্ছ বিষয় নিয়ে বেশি চিন্তা করলে বা রাগ দেখালে মিটমাট হওয়ার সব সম্ভাবনা নিভে যাবে ৷ আর্থিক লাভ করার জন্য আপনাকে কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে হবে। আজ দিনটি পেশাদার দিক থেকও গুরুত্বপূর্ণ।

তুলা: আজ শান্তির দূতের ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হন ৷ অনেক লোকজন সামলানোর আপনার যে দক্ষতা, তা সবার নজরে পড়েছে। কাজেই কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের মধ্যে বিবাদ সামলানোর দায়িত্ব আপনাকে দেওয়া হলে অবাক হবেন না। গবেষণার কাজ হয়ত আজ একটু ধীরগতিতে এগোবে ৷ কিন্তু অন্যদিকে নতুন চুক্তি করার জন্য আজ শুভ দিন। সব মিলিয়ে আপনি বৌদ্ধিকভাবে খুবই সক্রিয় থাকবেন। আপনি যদি ব্যবহারিক দিক থেকে ভালো-মন্দ খতিয়ে দেখেন, তাহলে কৌশল বা সিদ্ধান্ত নেওয়ার কাজ আপনি ভালোভাবেই করতে পারবেন।

বৃশ্চিক:কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়ত আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। একই সময়ে নানা কাজের ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা হয়ত আপনি সামলাতে পারবেন না। আপনার সহনশীলতার কারণে আপনি হয়ত লড়াকু হয়ে উঠবেন। আপনাকে ধীরস্থির ভাবে, সমস্যা সমাধান করতে বলা হচ্ছে। ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে।

ধনু: আজ সবার মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। অন্যদের মন নিয়ে আপনার মধ্যে যে মতামত, তা নিয়ে আপনি বই লিখে ফেলতে পারেন ৷ প্রেমের যুদ্ধক্ষেত্রে আপনি নতুন করে আপনার প্রিয়তমের মন জয় করে নেবেন ৷ আপনার প্রিয়জনের প্রতি আপনি হয়ত মনোযোগ হারাবেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূরত্বও বেড়ে যেতে পারে। ভালোবাসার মানুষটির প্রতি অমায়িক থাকুন ও তার দিকে মনোযোগ দিন ৷ তাতে অবশ্যই আপনার লাভ হবে।

মকর: কাজের চাপ হয়ত আপনার প্রাণশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে ৷ এই অলস অবস্থা আপনার সুনামের কোনও ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন। মিটিং-এ মনোযোগ দিলে ও সজাগ থাকলে ভবিষ্যতে আপনার লাভ হবে ৷ আপনার অভাবিত বিভিন্ন দিক থেকে। আজ আপনার মন্ত্র হল স্বাস্থ্যই সম্পদ। আপনি নিজের মঙ্গল নিয়ে সচেতন থাকবেন, কেননা সম্প্রতিই লম্বা সময় ধরে কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল।

কুম্ভ: আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ ৷ আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না ৷ যার ফলে আপনার এই অস্ত্র ধার হারিয়ে ফেলতে পারে। নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন ৷ এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে ৷ কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে।

মীন: কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন, এই দাবি জানানোর এটিই সঠিক সময়। ফ্রিলান্সারদের হাতে কোনো চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভের বাড়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত জীবনে কোনো দ্বন্দ্বের ইঙ্গিত নেই। আপনার মাথা যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবে, কিন্তু আপনি মনের নরম কথা শুনেই কাজ করবেন। এর ফলে আপনার উদ্যম দিশা হারাতে পারে ও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন।

ABOUT THE AUTHOR

...view details