পশ্চিমবঙ্গ

west bengal

Suspicious Packet Recover: নৈহাটিতে আপ বালিয়া এক্সপ্রেস থেকে উদ্ধার সন্দেহজনক প্যাকেট, যাত্রীদের মধ্যে আতঙ্ক

By

Published : Jul 27, 2023, 10:31 PM IST

নৈহাটিতে আপ বালিয়া এক্সপ্রেস থেকে সন্দেহজনক প্য়াকেট উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ উদ্ধার হওয়া প্যাকেটে গাঁজা থাকতে পারে বলে অনুমান পুলিশের ৷

Etv Bharat
Etv Bharat

নৈহাটি, 27 জুলাই:আপ বালিয়া এক্সপ্রেস থেকে সন্দেহজনক প্যাকেট উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার নৈহাটিতে আরপিএফের তৎপরতায় উদ্ধার হয়েছে প্যকেটগুলি ৷ সন্দেহজনক প্যাকেট উদ্ধারের ঘটনা স্টেশনে চত্বরে চাউর হতেই যাত্রীদের মধ্য়ে আতঙ্কের সৃষ্টি হয় ৷ কারশেডে কামড়াগুলি পরিষ্কার হয়ে প্লাটফর্মে আসার পর সেখানেই প্যাকেটগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান রেল পুলিশের ৷

জানা গিয়েছে, পুলিশের কাছে আগে থেকেই মাদক পাচারের যাবতীয় তথ্য ছিল ৷ সেই মতোই আরপিএফ জওয়ানরা তৈরি ছিলেন ৷ বৃহস্পতিবার আপ বালিয়া এক্সপ্রেস শিয়ালদহ থেকে 1 বেজে 46 মিনিটে ছেড়ে নৈহাটি স্টেশনে দুপুর 2টো 20 মিনিট নাগাদ পৌঁছায়। ট্রেনটি নৈহাটিতে পৌঁছতেই আরপিএফ এবং জিআরপিএফ দাঁড় করিয়ে শুরু করে তল্লাশি। সেই তল্লাশিতে ট্রেনের একটি কামড়ার নীচে চাকার পাশ থেকে কালো কাগজে মোড়া তিনটি প্যাকেট উদ্ধার করে নৈহাটি আরপিএফ এবং জিআরপি। প্যাকেটগুলোর মধ্যে কী আছে, তা জানতে আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াড তল্লাশি চালিয়ে নিশ্চিত করেন যে কোনও বিস্ফোরক নেই প্যাকেট গুলিতে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটি স্টেশনে ।

আরও পড়ুন:পাকস্থলীতে 11 কোটি টাকার কোকেন, উদ্ধার 64 ক্যাপসুল

নৈহাটি রেল পুলিশ সূত্রের খবর, সন্দেহজনক তিনটি প্যাকেট থেকে কোনও রকম বিস্ফোরক পাওয়া যায়নি । তবে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে । প্রাথমিকভাবে রেল পুলিশের অনুমান 3টি প্যাকেটেই গাঁজা থাকতে পারে । যদি মাদক থাকে তা কোথা থেকে এল তা নিয়ে খতিয়ে দেখছে নৈহাটি রেল পুলিশ । মাদক পাচারকারীরা যেভাবে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন মাদক পাচারের ক্ষেত্রে, তা নিয়ে ধন্দে পুলিশ । প্রাথমিক ভাবে অনুমান কারশেডে যখন কামড়াগুলি পরিষ্কার করা হচ্ছিল সেই সময়েই পাচারকারীরা মাদকদ্রব্যগুলি লুকিয়ে রেখে ছিল পাচারের উদ্দেশ্য ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details