কালিম্পং, 6 জুলাই: জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ এখনই দুর্যোগ থেকে নিস্তার মিলছে না উত্তরবঙ্গবাসীর ৷ বরং একনাগাড়ে হওয়া ভারী বৃষ্টির কারণে ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের । এবার কালিম্পং জেলার সেলফিদাড়ায় প্রায় 100 মিটার সড়ক গ্রাস করল ভয়াল তিস্তা। রাস্তা চলে গিয়েছে নদী গহ্বরে । এতে বেশ আতঙ্কিত এলাকাবাসী থেকে জেলা প্রশাসন।
তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ফের পাহাড় কেটে সড়ক তৈরির কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । গত 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে প্রায় 117 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷ যার জেরে আরও ভয়ানক হয়ে উঠেছে তিস্তা। পাশাপাশি দার্জিলিংয়ের কার্শিয়াং, বিজনবাড়ি, সুখিয়াপোখরি-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । কিন্তু সব থেকে খারাপ পরিস্থিতি 10 নম্বর জাতীয় সড়কের ।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক। গরুবাথান, লাভা হয়ে সিকিমে ঘুরপথে চলাচল করছে যানবাহন । অন্যদিকে কার্শিয়াং থেকে পানবু হয়ে কালিম্পং যাচ্ছে যানবাহন। এদিকে, সময়ের সঙ্গে সঙ্গে নদী গ্রাস করছে 10 নম্বর জাতীয় সড়ককে । প্রথমে মাল্লি, তিস্তা বাজার, বিরিকদাড়া, 29 মাইলের পর এবার সেলফিদাড়ায় জাতীয় সড়ক চলে গেল নদীখাতে। এতে আরও বেশি বিপাকে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে । একদিকে মেরামতির কাজ শুরু হয়েছে, আর অন্যদিকে ক্রমে ধসের কারণে হারিয়ে যাচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক । এভাবে চললে জাতীয় সড়কের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে শনিবার সকাল জাতীয় সড়কের ধসে যাওয়া এলাকা পুনরায় নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য পূর্ত দফতর এবং জিটিএ । যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ ৷ যদিও সড়ক দিয়ে সমস্তরকম যান চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, সাফ জানিয়ে দিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণিয়াম।