বারাকপুর, 30 জানুয়ারি: মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বেনজির সংঘাত শাসক ও বিরোধী দলের ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পাশে বসায়, সেই মঞ্চ থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷ তাঁর অভিযোগ, অর্জুন সিং একজন পেশাদার খুনি ৷ তাঁর পাশে রাজ্যপাল বসায় প্রতিবাদস্বরূপ সেই মঞ্চ ত্যাগ (Jyotipriya Mallick leaves podium) করেছেন ৷
গান্ধিজির 75তম প্রয়াণ দিবসে (Mahatma Gandhi's death anniversary function) তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারাকপুর গান্ধি ঘাটে ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news) ছাড়াও উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা ।
মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশেই বসার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ তবে তাঁকে মঞ্চের নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় ৷ এমনকী গান্ধিজির স্মৃতিসৌধে রাজ্যপাল ও অর্জুন সিং-এর সম্মান জানানোর পর, একাই জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে শ্রদ্ধা জানান । কেন তিনি নিচে বসছেন, এই প্রশ্ন করায় রাজ্যপালকে মন্ত্রী বলেন, "আপনার পাশে একজন পেশাদার খুনি বসে রয়েছেন ৷ তারই প্রতিবাদ জানানোর জন্য আমি মঞ্চ ত্যাগ করছি ৷ আমি দর্শকদের সঙ্গে বসছি ৷"
আরও পড়ুন:TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1