পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriya Mallick slams Arjun Singh: রাজ্যপালের পাশে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র

রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news)-এর পাশে বসে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ৷ এই অভিযোগে গান্ধিজির প্রয়াণ দিবসের মঞ্চেই থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷

Jyotipriya Mallick leaves podium at Mahatma Gandhi's death anniversary function in protest against presence of Arjun Singh
রাজ্যপালের পাশে পেশাদার খুনি অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র

By

Published : Jan 30, 2022, 5:15 PM IST

বারাকপুর, 30 জানুয়ারি: মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বেনজির সংঘাত শাসক ও বিরোধী দলের ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পাশে বসায়, সেই মঞ্চ থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷ তাঁর অভিযোগ, অর্জুন সিং একজন পেশাদার খুনি ৷ তাঁর পাশে রাজ্যপাল বসায় প্রতিবাদস্বরূপ সেই মঞ্চ ত্যাগ (Jyotipriya Mallick leaves podium) করেছেন ৷

গান্ধিজির 75তম প্রয়াণ দিবসে (Mahatma Gandhi's death anniversary function) তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারাকপুর গান্ধি ঘাটে ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news) ছাড়াও উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা ।

মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশেই বসার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ তবে তাঁকে মঞ্চের নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় ৷ এমনকী গান্ধিজির স্মৃতিসৌধে রাজ্যপাল ও অর্জুন সিং-এর সম্মান জানানোর পর, একাই জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে শ্রদ্ধা জানান । কেন তিনি নিচে বসছেন, এই প্রশ্ন করায় রাজ্যপালকে মন্ত্রী বলেন, "আপনার পাশে একজন পেশাদার খুনি বসে রয়েছেন ৷ তারই প্রতিবাদ জানানোর জন্য আমি মঞ্চ ত্যাগ করছি ৷ আমি দর্শকদের সঙ্গে বসছি ৷"

আরও পড়ুন:TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1

ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা গোপাল মজুমদারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে ৷ বিজেপি সাংসদ অর্জুন সিং-ই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে অভিযোগ তৃণমূলের ৷ তারই প্রেক্ষিতে গান্ধিজির প্রয়াণ দিবসে প্রতিবাদস্বরূপ অর্জুন সিং-এর সঙ্গে এক মঞ্চে থাকতে চাননি বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

মঞ্চে অর্জুন

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, "রাজ্যপাল অনুষ্ঠান শেষে আমায় জিজ্ঞেস করেন মঞ্চে না থাকার কারণ কী ? আমি তাঁকে বলি আপনার পাশে প্রফেশনাল কিলার বসে রয়েছে ৷ তাই আমি মঞ্চে থাকিনি ।" এছাড়াও তাঁর অভিযোগ,"বারাকপুরে রাজনৈতিক হিংসা চলছে ৷ এর সব কিছু বিজেপির করানো এবং অর্জুন সিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে । এবার পৌরসভা নির্বাচনে অর্জুন এর জবাব পেয়ে যাবে ।"

আরও পড়ুন:Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

আজ সকালে অর্জুন সিং আবার পাল্টা তোপ দেগে বলেছিলেন, রাজনৈতিক হিংসা করে মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে তৃণমূল । মিথ্যে মামলায় বিজেপির লোকজনকে ফাঁসানো হচ্ছে । গতকাল ইছাপুরে তৃণমূলের গোপাল মজুমদার খুনের ঘটনায় বিজেপি প্রবীণ নেতা বিজয় মুখোপাধ্যায়কে ফাঁসানো হয়েছে ।

এদিকে, এদিনের অনুষ্ঠানে গিয়ে ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

ABOUT THE AUTHOR

...view details