ETV Bharat / state

দমদমে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন; দেখুন ভিডিয়ো - Massive Fire in Dum Dum

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 7:14 AM IST

Updated : Jul 12, 2024, 8:24 AM IST

Massive Fire Breaks Out in Mall Road: দমদম নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকায় বিধ্বংসী আগুন । হোসিয়ারি ও আইসক্রিম কারখানায় একযোগে আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ।

Massive Fire in Dum Dum
দমদমে বিধ্বংসী আগুন (নিজস্ব চিত্র)

দমদম, 12 জুলাই: দমদমের নাগেরবাজারে মল রোডে ভয়াবহ আগুন ৷ শুক্রবার ভোরে হোসিয়ারি ও আইসক্রিম কারখানায় একযোগে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন৷ স্থানীয় সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা, দাহ্য পদার্থে মজুদ ৷ ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে ৷ একই সঙ্গে, ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে ৷

বিধ্বংসী আগুন (ইটিভি ভারত)

দমদমের নাগেরবাজের প্রচুর ছোট কারখানা রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এলাকার দু’টি কারখানায় আগুন লাগে ৷ হোসিয়ারি ও আইসক্রিম কারখানা দু’টিতেই দাহ্য পদার্থ রয়েছে ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ খানিকক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ ইতিমধ্যেই আগুনের গ্রাসে একাধিক গোডাউন ৷ বিধ্বংসী আগুন ঠেকাতে ক্রমশ বাড়ানো হচ্ছে দমকলের ইঞ্জিন ৷

স্থানীয়দের অভিযোগ, দমকল খবর পেয়েও পৌঁছতে দেরি করেছে ৷ ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল ৷ পাশেই একটি কাঠের আসবাবপত্রের বড় গুদাম রয়েছে ৷ রয়েছে একটি বড় আবাসনও ৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহতা অনেকটাই বাড়তে পারত ৷ দমকল আগে এলে ক্ষয়ক্ষতিও খানিক কম হতো ৷

Massive Fire Breaks Out
মল রোড এলাকায় বিধ্বংসী আগুন (নিজস্ব চিত্র)

ঘটনাস্থলে রয়েছেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং ৷ তিনি বলেন, ‘‘ভোররাতে আগুন লেগেছে ৷ আগে এখানে একটি বড় কারখানা ছিল ৷ বিগত 20-25 বছর ধরে তা বন্ধ ৷ তবে বেশ কিছু ছোটো কারখানা রয়েছে ৷ হোসিয়ারী কারখানার কর্মীরা যাঁরা রাতে কাজ করছিলেন, তাঁরাই প্রথম আগুন দেখতে পান ৷ মনে হচ্ছে আইসক্রিম কারখানায় কিছু মোটর ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকল আগুন নেভানোর কাজ করছে ৷ ইতিমধ্যেই 20-25টি ইঞ্জিন এসেছে ৷ পাসেই একটি বড় হাউসিং সোসাইটি রয়েছে ৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে কী হবে, সেই ভয়টা ছিল ৷ কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷’’

দমদম, 12 জুলাই: দমদমের নাগেরবাজারে মল রোডে ভয়াবহ আগুন ৷ শুক্রবার ভোরে হোসিয়ারি ও আইসক্রিম কারখানায় একযোগে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন৷ স্থানীয় সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা, দাহ্য পদার্থে মজুদ ৷ ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে ৷ একই সঙ্গে, ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে ৷

বিধ্বংসী আগুন (ইটিভি ভারত)

দমদমের নাগেরবাজের প্রচুর ছোট কারখানা রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এলাকার দু’টি কারখানায় আগুন লাগে ৷ হোসিয়ারি ও আইসক্রিম কারখানা দু’টিতেই দাহ্য পদার্থ রয়েছে ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ খানিকক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ ইতিমধ্যেই আগুনের গ্রাসে একাধিক গোডাউন ৷ বিধ্বংসী আগুন ঠেকাতে ক্রমশ বাড়ানো হচ্ছে দমকলের ইঞ্জিন ৷

স্থানীয়দের অভিযোগ, দমকল খবর পেয়েও পৌঁছতে দেরি করেছে ৷ ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল ৷ পাশেই একটি কাঠের আসবাবপত্রের বড় গুদাম রয়েছে ৷ রয়েছে একটি বড় আবাসনও ৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহতা অনেকটাই বাড়তে পারত ৷ দমকল আগে এলে ক্ষয়ক্ষতিও খানিক কম হতো ৷

Massive Fire Breaks Out
মল রোড এলাকায় বিধ্বংসী আগুন (নিজস্ব চিত্র)

ঘটনাস্থলে রয়েছেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং ৷ তিনি বলেন, ‘‘ভোররাতে আগুন লেগেছে ৷ আগে এখানে একটি বড় কারখানা ছিল ৷ বিগত 20-25 বছর ধরে তা বন্ধ ৷ তবে বেশ কিছু ছোটো কারখানা রয়েছে ৷ হোসিয়ারী কারখানার কর্মীরা যাঁরা রাতে কাজ করছিলেন, তাঁরাই প্রথম আগুন দেখতে পান ৷ মনে হচ্ছে আইসক্রিম কারখানায় কিছু মোটর ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকল আগুন নেভানোর কাজ করছে ৷ ইতিমধ্যেই 20-25টি ইঞ্জিন এসেছে ৷ পাসেই একটি বড় হাউসিং সোসাইটি রয়েছে ৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে কী হবে, সেই ভয়টা ছিল ৷ কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷’’

Last Updated : Jul 12, 2024, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.