বর্ধমান, 11 জুলাই: যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে ৷ মৃত যুবকের নাম রবি পাসোয়ান (34)। তাঁর বাড়ি বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায়। ঘটনায় অভিযোগের তির শেখ ইনসান ওরফে গাব্বু নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই আর খোঁজ নেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই যুবকের। যদিও তাঁর সঙ্গে দীর্ঘদিন দলের যোগাযোগ নেই বলে তৃণমূলের দাবি।
অভিযোগ, সোমবার রবিকে লাঠি থেকে শুরু করে বাঁশ ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করে গাব্বু ৷ আহত অবস্থায় রবিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই বৃহস্পতিবার রবির মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ তাঁরা রবির কঠিন সাজার দাবি তুলেছেন।
যদিও ঘটনার পর থেকেই গাব্বু ওরফে শেখ ইনসানের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ মৃতের স্ত্রী রাধা পাসোয়ান বলেন, "সপ্তাহ খানেক আগে আমার স্বামীকে মারধর করা হয়েছিল ৷ প্রাথমিক চিকিৎসায় খানিকটা সুস্থ হয়েছিল। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপরই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয় ৷" মৃতের দিদি গীতা পাসোয়ানের দাবি, গাব্বুই তাঁর ভাইকে মারধর করেছে ৷
এদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাব্বু এলাকায় কাঠের ব্যবসার পাশাপাশি চায়ের দোকান চালাতেন। এদিকে মৃত রবি পাসোয়ান ভ্যান চালাত ৷ এছাড়া গাব্বুর সঙ্গে একটা সময় তার একটা সুসম্পর্ক ছিল ৷
রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "কে কী করত, না করত সেটা বড় কথা নয় ৷ অন্যায় করলে শাস্তি পেতে হবে ৷ কে কোন দল করে, সেটা দেখার দরকার নেই । তবে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি তার সঙ্গে দলের দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই ৷ পুলিশ বিষয়টি দেখছে ।"