ETV Bharat / state

নার্সারি পড়ুয়াকে অপহরণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী - Student Kidnapping Case - STUDENT KIDNAPPING CASE

Student Kidnap in Alipurduars: প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নার্সারির শিশুকে অপহরণের অভিযোগ উঠল ৷ ঘটনার কথা জানতে পেরেই তদন্তে নামে পুলিশ ৷ অভিযুক্ত টাকার জন্যই এমন কাজ করেছে বলে অনুমান পুুলিশের ৷

student Kidnap
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 10:28 PM IST

Updated : Jul 11, 2024, 11:03 PM IST

আলিপুরদুয়ার, 11 জুলাই: দিনেদুপুরে স্কুলে যাওয়ার সময় নার্সারির শিশুকে অপহরণের ঘটনা ঘটল ৷ টোটোচালককে বন্দুক দেখিয়ে, স্প্রে করে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিউ হাসিমারা এলাকায় ৷ বৃহস্পতিবার অপহরণের খবর পেয়েই তদন্ত নামে পুলিশ ৷ ইতিমধ্যে অপহরণকারীকে গ্রেফতার করেছে হাসিমারা থানার পুলিশ। উদ্ধার হয়েছে অপহৃত শিশুও ৷

পড়ুয়ার বাবা আশিস আগরওয়াল বলেন, "প্রতিদিন সকাল সাতটায় বাচ্চা স্কুলে যায় ৷ টোটোওয়ালা আমার বাচ্চাকে স্কুল নিয়ে যায়। এদিন সকালে টোটোচালক জানায়, আমার বাচ্চাকে স্প্রে করে অপহরণ করে নিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনার কথা পুলিশকে জানানো হয় ৷ এরপরেই পুলিশ তদন্তে নেমে আমার ছেলেকে উদ্ধার করেছে ৷ আমাদেরই প্রতিবেশী বাবলু জয়সওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। কেন এমন করল বুঝতেই পারলাম না।"

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "এদিন সকালে হাসিমারা থানায় খবর আসে একটি ছাত্রকে অপহরণ করা হয়েছে । খবর পেয়েই পুলিশ এক ঘণ্টার মধ্যে অপহরণকারীকে ধরেছে ৷ একটি বন্দুক উদ্ধার হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ দু'জনকে আটক করেছি । টাকা আদায়ের জন্যই এই কাজ করেছিল অপহরণকারীরা ৷ আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ।"

জানা যায়, সকালে হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের ছেলেকে প্রতিদিনের মতো টোটোচালক স্কুলে নিয়ে যাচ্ছিলেন ৷ মাঝ রাস্তায় হঠাৎই টোটো থামিয়ে দুষ্কৃতীরা কিছু স্প্রে করতে থাকে ৷ আশিস আগরওয়ালের ছেলেকে চিহ্নিত করার পর তাঁকে তুলে নিয়ে চলে যায়। উপস্থিত বুদ্ধির জোরে টোটোচালক সঙ্গে সঙ্গেই হাসিমারা ফাঁড়ির পুলিশকে খবর দেয় ৷ হাসিমারা ফাঁড়ির পুলিশ টোটোচালকের নির্দেশিত রাস্তায় ধাওয়া করলে অপহরণকারীকে ধরে ফেলেন ৷ উদ্ধার হয় ছোট্ট শিশুও ৷

আলিপুরদুয়ার, 11 জুলাই: দিনেদুপুরে স্কুলে যাওয়ার সময় নার্সারির শিশুকে অপহরণের ঘটনা ঘটল ৷ টোটোচালককে বন্দুক দেখিয়ে, স্প্রে করে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিউ হাসিমারা এলাকায় ৷ বৃহস্পতিবার অপহরণের খবর পেয়েই তদন্ত নামে পুলিশ ৷ ইতিমধ্যে অপহরণকারীকে গ্রেফতার করেছে হাসিমারা থানার পুলিশ। উদ্ধার হয়েছে অপহৃত শিশুও ৷

পড়ুয়ার বাবা আশিস আগরওয়াল বলেন, "প্রতিদিন সকাল সাতটায় বাচ্চা স্কুলে যায় ৷ টোটোওয়ালা আমার বাচ্চাকে স্কুল নিয়ে যায়। এদিন সকালে টোটোচালক জানায়, আমার বাচ্চাকে স্প্রে করে অপহরণ করে নিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনার কথা পুলিশকে জানানো হয় ৷ এরপরেই পুলিশ তদন্তে নেমে আমার ছেলেকে উদ্ধার করেছে ৷ আমাদেরই প্রতিবেশী বাবলু জয়সওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। কেন এমন করল বুঝতেই পারলাম না।"

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "এদিন সকালে হাসিমারা থানায় খবর আসে একটি ছাত্রকে অপহরণ করা হয়েছে । খবর পেয়েই পুলিশ এক ঘণ্টার মধ্যে অপহরণকারীকে ধরেছে ৷ একটি বন্দুক উদ্ধার হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ দু'জনকে আটক করেছি । টাকা আদায়ের জন্যই এই কাজ করেছিল অপহরণকারীরা ৷ আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ।"

জানা যায়, সকালে হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের ছেলেকে প্রতিদিনের মতো টোটোচালক স্কুলে নিয়ে যাচ্ছিলেন ৷ মাঝ রাস্তায় হঠাৎই টোটো থামিয়ে দুষ্কৃতীরা কিছু স্প্রে করতে থাকে ৷ আশিস আগরওয়ালের ছেলেকে চিহ্নিত করার পর তাঁকে তুলে নিয়ে চলে যায়। উপস্থিত বুদ্ধির জোরে টোটোচালক সঙ্গে সঙ্গেই হাসিমারা ফাঁড়ির পুলিশকে খবর দেয় ৷ হাসিমারা ফাঁড়ির পুলিশ টোটোচালকের নির্দেশিত রাস্তায় ধাওয়া করলে অপহরণকারীকে ধরে ফেলেন ৷ উদ্ধার হয় ছোট্ট শিশুও ৷

Last Updated : Jul 11, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.