পশ্চিমবঙ্গ

west bengal

ভ্যাকসিন থাকা সত্ত্বেও বন্ধ টিকাকরণ, ক্ষুব্ধ জেলাশাসক

By

Published : Jun 9, 2021, 2:16 PM IST

পর্যাপ্ত টিকা আছে ৷ অথচ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটের সামনে টিকাকরণ বন্ধ থাকার নোটিস ঝোলানো হয় ৷ খবর পেয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগে যান জেলাশাসক ৷ পরে সমস্যার সমাধান হয় ৷ নির্দিষ্ট দিন থেকেই টিকাকরণ চালু হবে বলে জেলাশাসককে আশ্বাস দেয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা ৷

টিকাকরণ বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ জলপাইগুড়ির জেলাশাসক
টিকাকরণ বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ জলপাইগুড়ির জেলাশাসক

জলপাইগুড়ি, 9 জুন : পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা থাকা সত্ত্বেও কার নির্দেশে টিকাকরণ বন্ধ করার নোটিস ঝোলানো হল ? ক্ষুব্ধ জেলাশাসকের ধমকের পরেই ফের নির্দিষ্ট দিনেই টিকাকরণ প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য বিভাগ । জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটের সামনে একটি নোটিস ঝোলানো হয়েছিল ৷ তাতে লেখা ছিল ," ভ্যাকসিন নেই, তাই টিকাকরণ বন্ধ থাকবে। " আর তা দেখেই ক্ষুব্ধ হন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ৷ উত্তর চান জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৷ কিন্তু সেখান থেকে কোনও উত্তর পাননি জেলাশাসক ৷

জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে একটি অস্থায়ীভাবে করোনা টিকাকরণ ক্যাম্প চালু করা হয়েছে ৷ সেখানেই গতকাল নোটিশ দেওয়া হয় , পর্যাপ্ত টিকার অভাবে 9 তারিখ থেকে টিকাকরণ বন্ধ থাকবে ৷ এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট স্থানে যান জেলাশাসক ৷ কেন এমন নোটিস দেওয়া হল সেবিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগে জানতে চাওয়া হলে কোনও উত্তর পাননি ৷ তারপরই জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নির্ধারিত দিন থেকেই টিকাকরণ চালু হবে , সেবিষয়ে সিলমোহর দেন ৷ সূত্রের খবর, কোভিশিল্ড শেষ হয়ে গিয়েছে ৷ তাই কোভ্যাক্সিন এর প্রথম ডোজ় নির্ধারিত দিনেই দেওয়া হবে ৷

আরও পড়ুন : জরুরি তলব, দিল্লি গেলেন বাংলার 3 বিজেপি সাংসদ

জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "জলপাইগুড়ি জেলায় ভ্যাকসিনের প্রতিদিন কোটা রয়েছে 6600 ডোজে়র। আমাদের হাতে আছে 30 হাজার ভ্যাকসিন। কিন্তু কেন ফার্মাসি ইনস্টিটিউটে টাকাকরণ কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল , সেবিষয়ে আমার কোনও ধারণা নেই ৷ যদিও পরে সমস্যার সমাধান হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details