ETV Bharat / state

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গোপানাঙ্গে আঘাত! দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে - Magrahat Murder Incident - MAGRAHAT MURDER INCIDENT

Murder due to Property Dispute: বাবার দুটি বিয়ে ৷ দুই পরিবারের ছেলেদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা লেগেই থাকত ৷ এদিনও তেমনটাই হয় ৷ তার জেরে দাদার গোপানাঙ্গে আঘাত করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে ।

Murder in Magrahat
সম্পত্তির নিয়ে বিবাদের কারণে খুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 10:57 PM IST

মগরাহাট, 6 জুলাই: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ৷ আর তার জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকার আমড়াতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমাদার পাড়া এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘদিনের ৷ মাঝেমধ্যেই দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে অশান্তি হত ৷ শনিবার বিকেলে সেই ঝামেলা মারামারিতে রূপান্তরিত হয় ৷ এরপরই দাদাকে নির্মমভাবে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে ৷

মৃত ওই ব্যক্তির নাম আলা সর্দার (57) ৷ এই ঘটনায় মৃতের সৎভাই লালটু সর্দারকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলা সর্দারের বাবার দু’টি বিয়ে ৷ প্রথম পক্ষের ছেলের সঙ্গে দ্বিতীয় পক্ষের পরিবারের বিবাদ দীর্ঘদিনের ৷

শনিবার দুপুরেও অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে ৷ অভিযোগ, সেই সময় দ্বিতীয় পক্ষের লোকজন আলা সর্দারের গোপনাঙ্গে আঘাত করে ৷ তারপর তাঁর শ্বাসরোধ করা হয় ৷ খুন করে বাড়ির কাছের একটি পুকুরের ধারে দেহ ফেলে দেওয়া হয় ৷ গ্রামবাসীরা দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন মগরাহাট থানার পুলিশকে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷

ঘটনার তদন্তে নেমে নিহতের সৎভাই লাল্টু সর্দারকে গ্রেফতার করে পুলিশ ৷ রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ৷ এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছিল ৷ মৃতের শরীরের আঘাতের চিহ্ন ছিল না ৷ তবে বাড়ির মহিলারাও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ শ্বাসরোধ করা হয়েছে তাঁর ৷

মগরাহাট, 6 জুলাই: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ৷ আর তার জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকার আমড়াতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমাদার পাড়া এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘদিনের ৷ মাঝেমধ্যেই দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে অশান্তি হত ৷ শনিবার বিকেলে সেই ঝামেলা মারামারিতে রূপান্তরিত হয় ৷ এরপরই দাদাকে নির্মমভাবে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে ৷

মৃত ওই ব্যক্তির নাম আলা সর্দার (57) ৷ এই ঘটনায় মৃতের সৎভাই লালটু সর্দারকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলা সর্দারের বাবার দু’টি বিয়ে ৷ প্রথম পক্ষের ছেলের সঙ্গে দ্বিতীয় পক্ষের পরিবারের বিবাদ দীর্ঘদিনের ৷

শনিবার দুপুরেও অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে ৷ অভিযোগ, সেই সময় দ্বিতীয় পক্ষের লোকজন আলা সর্দারের গোপনাঙ্গে আঘাত করে ৷ তারপর তাঁর শ্বাসরোধ করা হয় ৷ খুন করে বাড়ির কাছের একটি পুকুরের ধারে দেহ ফেলে দেওয়া হয় ৷ গ্রামবাসীরা দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন মগরাহাট থানার পুলিশকে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷

ঘটনার তদন্তে নেমে নিহতের সৎভাই লাল্টু সর্দারকে গ্রেফতার করে পুলিশ ৷ রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ৷ এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছিল ৷ মৃতের শরীরের আঘাতের চিহ্ন ছিল না ৷ তবে বাড়ির মহিলারাও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ শ্বাসরোধ করা হয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.