কলকাতা, 6 জুলাই: রবিবার রথযাত্রা। প্রতি বছরের মতো এদিনও কলকাতার অন্যতম আকর্ষণ ইসকনের রথযাত্রা ঘিরে শহরবাসীর আগ্রহ তুঙ্গে ৷ বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মহাপ্রভু যাবেন মাসির বাড়ি ৷ ফের এক সপ্তাহ বাদে ফিরে আসবেন। তিনটি বড় সুসজ্জিত রথে ইসকনের মন্দির থেকে বেরোবে রথ ৷ সেই যাত্রা শেষ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বিশেষ সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন আপনিও ৷ ভিড় ঠেলে ইসকনের মন্দিরে না এসে, পথের ধারে দাঁড়ালেও দেখা মিলবে মহাপ্রভুর ৷ জেনে নিন কোন কোন রাস্তা দিয়ে যাবে জগন্নাথ দেবের রথ ৷
জানা গিয়েছে, এদিন কলকাতার ইসকন মন্দির থেকে সুসজ্জিত রথের যাত্রা বের হবে দুপুর দু'টোয়। এরপর এজেসি বোস রোড ধরে রথ এগোবে শরৎ বসু রোডের দিকে ৷ সেখান থেকে হাজরা রোড, এসপি মুখার্জি রোড হয়ে এটিএম রোড, চৌরঙ্গী রোডের দিকে গড়াবে রথের চাকা ৷ এরপর এক্সাইড ক্রসিং হয়ে জহরলাল নেহেরু রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে থামবে জগন্নাথ দেবের রথের চাকা। এক সপ্তাহ সেখানেই থাকবে সুসজ্জিত তিনটি রথ ৷
বলরামের রথ সব থেকে বড়। উচ্চতা 38 ফুট, চওড়া 18 ফুট, দৈঘ্য 36 ফুট ৷ 90 শতাংশ লোহার তৈরি এই রথ। দীর্ঘ 40 বছর ধরে এই রথে চড়েই বলরাম মাসির বাড়ি যান ৷ বোন সুভদ্রার রথ ছোট। জগন্নাথ দেবের রথ বলরামের থেকে খানিকটা ছোট ও সুভদ্রার রথের থেকে বড়। তাঁর রথের উচ্চতা 36 ফুট, 17 ফুট চওড়া, দৈর্ঘ্য 30 ফুট ৷ প্রভু জগন্নাথদেব ময়দানে পৌঁছানোর পর সেখানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। মেলা বসবে। যা চলবে 15 জুলাই পর্যন্ত। উল্টো রথ জুলাই। সেদিন ফের শোভাযাত্রা করে রথ ফিরে আসবে মন্দিরে। এর মধ্যে যেকোনও দিন ভক্তরা দর্শন করতে পারবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।