পশ্চিমবঙ্গ

west bengal

কাজ কঠিন হয়ে গেল, মানছেন রবি ফাওলার

By

Published : Feb 3, 2021, 5:57 PM IST

13 পয়েন্ট নিয়ে দশ নম্বরে ইস্টবেঙ্গল। রবিবার তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ‘‘পরের ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফুটবলারদের টার্গেট দিয়েছি। সেই লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি তাঁরা। চ্যালেঞ্জটা কঠিন হচ্ছে। তবে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে।’’ জানিয়েছেন রবি ফাওলার।

ravi_fowler_on_team_defeat
কাজ কঠিন হয়ে গেল, মানছেন রবি ফাওলার

কলকাতা, 3 ফেব্রুয়ারি : বেঙ্গালোর এফসির বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণের পরে শেষ চারে যাওয়ার আশায় বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। হতাশ রবি ফাওলার নিজেও বুঝেছেন পরিস্থিতি অনেকটাই কঠিন। দলকে আড়াল না করে জানিয়েছেন, ‘‘পরিস্থিতি কঠিন করে দিয়ে বেঙ্গালোর ম্যাচে বাজিমাত করেছে। এই জন্য ওদের কৃতিত্ব দিতেই হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি । অথচ কী করতে হবে সেই ছবিটা সবার কাছেই পরিষ্কার ছিল।’’

চলতি আইএসএলে ইস্টবেঙ্গল সবচেয়ে খারাপ ফুটবল খেলেছে মঙ্গলবার। প্রতিপক্ষ বেঙ্গালোর এফসির বিরুদ্ধে গোল লক্ষ্য করে একটি শট নিতে পারেনি তাঁরা। সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে দ্বিতীয়ার্ধে । গতকাল জ্যাক মাঘোমা এবং পিলকিংটনকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়ে ছিলেন ফাওলার। দলের পারফরম্যান্স নিয়ে তাই ইস্টবেঙ্গল কোচ জানান, বিরতির আগে দুই গোলে পিছিয়ে পড়লে ফেরা কঠিন হয়ে যায় । ‘‘সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। কোনও কিছুই আমাদের পক্ষে যায়নি। তবে সব ভুলে আমাদের সামনে তাকাতে হবে,’’ মন্তব্য লাল হলুদ কোচের।

13 পয়েন্ট নিয়ে দশ নম্বরে দল। রবিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ‘‘পরের ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফুটবলারদের টার্গেট দিয়েছি। সেই লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি তাঁরা। চ্যালেঞ্জটা কঠিন হচ্ছে। তবে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে,’’ জানিয়েছেন রবি ফাওলার।
আরও পড়ুন : নীল ঝড়ে ফের পরাজয়ের অন্ধকারে ইস্টবেঙ্গল

এদিকে লিভারপুলের প্রাক্তনীকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কেন এখনও প্রথম একাদশ বাছতে পারেননি তিনি। পাশাপাশি শৃঙ্খলারক্ষা কমিটির নজরদারির মধ্যে ফাওলার। যা তাঁর পক্ষে অস্বস্তিকর হতে চলেছে। তাই লাল হলুদ কোচের সময়টা যে ভালো যাচ্ছে না তা বলাই যায়‌।

ABOUT THE AUTHOR

...view details