ETV Bharat / sports

হুডখোলা বাসে ঘুরবেন বিশ্বজয়ীরা, বৃহস্পতির সকালে প্রধানমন্ত্রী-সাক্ষাতে রোহিত-ব্রিগেড - TEAM INDIA TO MEET PM MODI - TEAM INDIA TO MEET PM MODI

INDIAN CRICKET TEAM IS COMING HOME: বৃহস্পতির সকালে দেশে পৌঁছচ্ছে বিশ্বজয়ী ভারতীয় দল ৷ এরপর রয়েছে একগুচ্ছ সূচি ৷ একনজরে দেখে নেওয়া যাক আগামিকাল দেশে ফিরে কী কী করবেন রোহিতরা ৷

INDIAN CRICKET TEAM IS COMING HOME
বৃহস্পতিবার ভিকট্রি প্যারাডে ভারতীয় দল (বিসিসিআই -এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 6:43 PM IST

Updated : Jul 4, 2024, 7:07 AM IST

মুম্বই, 3 জুলাই: 'বেরিল' দুর্যোগ পেরিয়ে শেষমেশ ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়েছে বিশ্বজয়ী ভারতীয় দল ৷ ভারতীয় সময় বুধবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোজ ছেড়েছেন দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফ এমনকী সাংবাদিকরাও ৷ বৃহস্পতিবার সকালেই ট্রফি নিয়ে দেশের মাটিতে অবতরণ করবেন রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া-বিরাট কোহলিরা ৷ আর দেশে ফেরার পর বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য মেগা আয়োজনের ব্যবস্থা সেরে রেখেছে বিসিসিআই ৷

বৃহস্পতির সকালে নয়াদিল্লিতে অবতরণ করবে ভারতীয় দলের বিমান ৷ রাজধানীতে এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাত করার কথা বিশ্বজয়ী ভারতীয় দলের ৷ সেখান থেকে মুম্বই উড়ে যাবে দল ৷ আগামিকাল বিকেলে বাণিজ্যনগরীতে ভিকট্রি প্যারাডে অংশগ্রহণ করবেন দলের সদস্যরা ৷ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জয় শাহ ৷ একনজরে দেশে ফিরে আগামিকাল বিশ্বজয়ী ভারতীয় দলের সূচি:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত: নয়াদিল্লি পৌঁছনোর পর সকাল 9টা 30 মিনিটে নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বজয়ী ভারতীয় দলের ক্রিকেটার-কোচ এবং সাপোর্ট স্টাফেরা ৷

মুম্বইয়ে মেগা আয়োজন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেই চার্টার বিমানে মুম্বই উড়ে যাবেন রোহিতরা ৷ সেখানে মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে চড়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ঘুরবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেখানেই শেষ নয় ৷ এরপর স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন ৷ বিকেল 5টায় শুরু হবে ভিকট্রি প্যারাড অনুষ্ঠান ৷

বাধা কাটিয়ে বার্বাডোজ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়ার পরই বুধের বিকেলে টুইট করে ভিকট্রি প্যারাডের বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সচিব জয় শাহ ৷ তিনি লেখেন, "ভারতীয় দলের বিশ্বজয়কে সম্মান জানাতে মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ভিকট্রি প্যারাডে অংশ নিন ৷ যা শুরু হবে 4 জুলাই বিকেল 5টায় ৷ আমাদের সঙ্গে মেতে উঠুন উদযাপনে ৷"

মুম্বই, 3 জুলাই: 'বেরিল' দুর্যোগ পেরিয়ে শেষমেশ ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়েছে বিশ্বজয়ী ভারতীয় দল ৷ ভারতীয় সময় বুধবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোজ ছেড়েছেন দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফ এমনকী সাংবাদিকরাও ৷ বৃহস্পতিবার সকালেই ট্রফি নিয়ে দেশের মাটিতে অবতরণ করবেন রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া-বিরাট কোহলিরা ৷ আর দেশে ফেরার পর বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য মেগা আয়োজনের ব্যবস্থা সেরে রেখেছে বিসিসিআই ৷

বৃহস্পতির সকালে নয়াদিল্লিতে অবতরণ করবে ভারতীয় দলের বিমান ৷ রাজধানীতে এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাত করার কথা বিশ্বজয়ী ভারতীয় দলের ৷ সেখান থেকে মুম্বই উড়ে যাবে দল ৷ আগামিকাল বিকেলে বাণিজ্যনগরীতে ভিকট্রি প্যারাডে অংশগ্রহণ করবেন দলের সদস্যরা ৷ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জয় শাহ ৷ একনজরে দেশে ফিরে আগামিকাল বিশ্বজয়ী ভারতীয় দলের সূচি:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত: নয়াদিল্লি পৌঁছনোর পর সকাল 9টা 30 মিনিটে নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বজয়ী ভারতীয় দলের ক্রিকেটার-কোচ এবং সাপোর্ট স্টাফেরা ৷

মুম্বইয়ে মেগা আয়োজন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেই চার্টার বিমানে মুম্বই উড়ে যাবেন রোহিতরা ৷ সেখানে মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে চড়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ঘুরবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেখানেই শেষ নয় ৷ এরপর স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন ৷ বিকেল 5টায় শুরু হবে ভিকট্রি প্যারাড অনুষ্ঠান ৷

বাধা কাটিয়ে বার্বাডোজ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়ার পরই বুধের বিকেলে টুইট করে ভিকট্রি প্যারাডের বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সচিব জয় শাহ ৷ তিনি লেখেন, "ভারতীয় দলের বিশ্বজয়কে সম্মান জানাতে মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ভিকট্রি প্যারাডে অংশ নিন ৷ যা শুরু হবে 4 জুলাই বিকেল 5টায় ৷ আমাদের সঙ্গে মেতে উঠুন উদযাপনে ৷"

Last Updated : Jul 4, 2024, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.