বুয়েনস আয়রস, 3 জুলাই: আসন্ন অলিম্পিকসে মেসিহীন আর্জেন্তিনা ৷ বিশ্বজয়ী অধিনায়ককে ছাড়াই প্যারিস পদকজয়ের লক্ষ্যে নামবে 'লা আলবিসেলেস্তে' ৷ মঙ্গলবার কোচ জেভিয়ার মাসচেরানো যে 18 সদস্যের দল ঘোষণা করেছেন, সেখানে সিনিয়র ফুটবলার হিসেবে গোলরক্ষক জেরনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং জুলিয়ান আলভারেজ জায়গা পেয়েছেন ৷
অলিম্পিকসে ফুটবল অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা, তবে প্রত্যেক দল তিনজন করে সিনিয়র ফুটবলারকে স্কোয়াডে রাখতে পারে ৷ তিন সিনিয়র ফুটবলারের-সহ 2022 বিশ্বকাপজয়ী স্কোয়াডের চার সদস্যকে প্যারিসগামী স্কোয়াডে রেখেছেন মাসচেরানো ৷ 2008 বেজিংয়ে সোনাজয়ী দলের সদস্য ছিলেন লিওনেল মেসি ৷ মনে করা হয়েছিল অবসরে যাওয়ার আগে সিনিয়র কোটায় প্যারিস অলিম্পিকসের দলে তাঁকে রাখবে আর্জেন্তিনা ম্যানেজমেন্ট ৷ কিন্তু তা আর হচ্ছে না ৷
এমনিতেই চলতি বছরে বেশ ভালোমতোই চোট-আঘাতে ভুগছেন এলএম টেন ৷ তবু চলতি কোপা আমেরিকা খেলছেন ইন্টার মিয়ামির এই ফুটবলার ৷ আগামী 15 জুলাই শেষ হচ্ছে লাতিন আমেরিকার সেরার লড়াই ৷ আর্জেন্তিনা ফাইনালে পৌঁছলে কয়েকদিনের মধ্যেই ফের প্যারিসগামী বিমান ধরতে হবে ফুটবলারদের ৷ কারণ অলিম্পিকসে ফুটবল শুরু হয়ে যাচ্ছে আগামী 24 জুলাই ৷ আর শুরুতেই মরক্কোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা ৷ তাই সবদিক পর্যালোচনা করে মেসিকে চাইলেও দলে রাখা হয়নি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷
আলভারেজ, ওটামেন্ডির সঙ্গে উল্লেখযোগ্যভাবে বছর আঠারোর মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকে স্কোয়াডে রেখেছেন মাসচেরানো ৷ যিনি নিজেও 2004 ও 2008 আর্জেন্তিনার হয়ে সোনা জিতেছিলেন ৷ অন্যদিকে, রিভার প্লেট থেকে আসন্ন মরশুমে এচেভেরিকে সই করিয়ে নিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ স্বাভাবিকভাবেই অলিম্পিকসে নজর থাকবে উদীয়মান এই তারকার দিকে ৷
একনজরে আর্জেন্তিনা একাদশ:
গোলরক্ষক- লিয়ান্দ্রো ব্রে, জেরেনিমো রুলি
ডিফেন্ডার- মার্কো দি সিজার, জুলিও সোলের, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো অ্যামিয়োনে
মিডফিল্ডার- এজেকুইয়েল ফার্নান্দেজ, স্যান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেডিনা, কেভিন জেনোন
ফরোয়ার্ড- জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডুউ, থিয়াগো আলমাডা, ক্লদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ ও লুকাস বেলট্রান ৷